Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের দশম সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়


১৪ মার্চ ২০১৯ ১৫:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ১৫তম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শাহরিয়ার নাফিসের রূপগঞ্জকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক। দলকে জেতাতে লিস্ট ‘এ’র ম্যাচে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করেন প্রাইম ব্যাংকের দলপতি বিজয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আগে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ৪৬.১ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ১৬৩ রান। জবাবে, বিজয়ের অপরাজিত সেঞ্চুরিতে ৩১.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে প্রাইম ব্যাংক। তিন ম্যাচ খেলা প্রাইম ব্যাংকের এটি দ্বিতীয় জয়। সমান ম্যাচ খেলা রূপগঞ্জ প্রথম হারের স্বাদ পেল।

বিজ্ঞাপন

রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাইম ৪৩ বলে ৮টি চার আর একটি ছক্কায় করেন ৫২ রান। শাহরিয়ার নাফিস ১, নাঈম ইসলাম ১৫, আসিফ আহমেদ ১২, আইপিএল খেলা ভারতীয় তারকা রিশি ধাওয়ান ১৩ রান করেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি ৬৪ বলে ৫ বাউন্ডারিতে করেন ৪৭ রান। শেষ দিকে আসিফ হাসান ১১ রান করে বিদায় নেন।

প্রাইম ব্যাংকের মোহর শেখ, আল আমিন হোসেন, আরিফুল হক, আবদুর রাজ্জাক এবং অলোক কাপালি দুটি করে উইকেট তুলে নেন।

১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের ওপেনার রুবেল মিয়া ৬১ বলে চারটি বাউন্ডারিতে করেন ৪৪ রান। নাবিল সামাদের হাতে তার বলেই ক্যাচ তুলে দেন রুবেল। আরেক ওপেনার এবং দলপতি এনামুল হক বিজয় ১১১ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তার দশম সেঞ্চুরির ইনিংসে ছিল ১২টি চার আর দুটি ছক্কার মার। তিন নম্বরে নামা ভারতীয় ব্যাটসম্যান সুদীপ চ্যাটার্জি ১৭ বলে করেন অপরাজিত ১৫ রান।

সারাবাংলা/এমআরপি

ডিপিএল ২০১৯ প্রাইম ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর