Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ইউল্যাব


১৪ মার্চ ২০১৯ ১৬:১৪

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

শুরু হয়ে গেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্ত:বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। ১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপের উদ্বোধনী ম্যাচেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে স্বাগতিক ইউল্যাব। বৃহস্পতিবার (১৪ মার্চ) মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। স্বাগত বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন ঘোষণা করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য জুডিথা ওলমাখার এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ সময় ইউল্যাব এর রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইউল্যাব ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দিনেই ৮ উইকেটে স্ট্যামফোর্ডকে হারায় ইউল্যাব। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে দলটি। জবাবে ইউল্যাব মাত্র ২ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে। নিজেদের প্রথম ম্যাচেই সহজ জয় পায় স্বাগতিকরা।

ইউল্যাবের আনজুম আহমেদ জেসি ৪৫ বলে ৬৫ রান করেন। এছাড়া, বল হাতে ৪ ওভারে ২ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

শুক্রবার (১৫ মার্চ) টুর্নামেন্টের দ্বিতীয় দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে লড়বে উত্তরা ইউনিভার্সিটি ও বিইউবিটি। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইউআইইউ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিজ্ঞাপন

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ১০টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আই ইউ বি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বি ইউ বি টি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে, এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাব এরই প্রতিযোগিতার মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লেকাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি।

পুরো প্রতিযোগিতায় ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ২০ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ২৮ মার্চ থেকে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। ১ এপ্রিল ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে সারাবাংলা.নেট। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুনঃ http://cricket.ulab.edu.bd

** শুরু হচ্ছে ১২তম ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেট

সারাবাংলা/এমআরপি

ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেট

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর