আমরা অনেক ভাগ্যবান: খালেদ মাসুদ পাইলট
১৫ মার্চ ২০১৯ ১৩:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। এমন ঘটনার খুব কাছে গিয়ে ফিরে আসতে পেরে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
কি ঘটেছিল সেখানে? এমন প্রশ্নের জবাবে পাইলট বলেন, ‘আমরা মসজিদের খুব কাছেই ছিলাম। মসজিদটা বাস থেকেই দেখতে পাচ্ছিলাম। খুব বেশি হলে ৫০ গজ দূরে ছিলাম। আমরা খুব ভাগ্যবান যে, আর ৩-৪ মিনিট আগে আসলে হয়তো মসজিদের মধ্যেই থাকতাম। বাসের ভিতর থেকেই দেখেছি বেশ কয়েকজন বের হয়ে আসতে পেরেছে। আমরা ৮-১০ মিনিট বাসের ভিতরেই ছিলাম। বাসের মধ্যে মাথা নিচু করে ছিলাম।’
‘দুর্ঘটানাটা কি হয়েছে সবাই হয়তো দেখেছে, আপনারাও দেখেছেন। আমরা আসলে কোনো দেশেই এমন দুর্ঘটনা হোক, সেটা আশা করিনি। তবে আমরা ভাগ্যবান যে, বাসে অনেকজন ছিলাম। প্রায় ১৭ জনের মতো ছিলাম। এর মধ্যে সৌম্য সরকারও ছিল। আমরা সবাই নামাজ পড়তে গিয়েছিলাম। দু’জন শুধুমাত্র টিম হোটেলে ছিল।’
এদিকে শনিবার (১৬ মার্চ) সিরিজের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট টিম যে হোটেলে রয়েছে, সেই হোটেলের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ দলের ক্রিকেটারদেরকে এরই মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। শুক্রবার (১৫ মার্চ) সকালে সারাবাংলাকে নান্নু বলেন, ‘এই ঘটনার পর আমরা তৃতীয় টেস্ট ম্যাচটি খেলছি না। বাতিল করেছি। ক্রিকেটাররা দেশে ফিরে আসছে।’
আরও পড়ুন: টাইগারদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাপনের ফোন
সারাবাংলা/এসএন
ক্রাইস্টচার্চ ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। নিউজিল্যান্ড বাংলদেশ