স্টেডিয়ামে আটকা পড়েছিলেন বাংলাদেশি সাংবাদিকরা
১৫ মার্চ ২০১৯ ১৫:৩১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপত্তার বাড়াবাড়িতে স্টেডিয়ামে আটকা পড়েছিলেন কয়েকজন বাংলাদেশি সাংবাদিক। ১৬ মার্চের তৃতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে তারা সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় তারা স্টেডিয়াম থেকে নিরাপদে হোটেল পৌঁছাতে সক্ষম হন।
শুক্রবার (১৫ মার্চ) গুলশান নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলেন একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘আমাদের কিছু বাংলাদেশি জার্নালিস্ট আটকা পড়েছিল স্টেডিয়ামে। আমরা সাথে সাথে নিউজিল্যান্ড বোর্ডের সাথে আলাপ করেছি, তারা ২০ মিনিটের মাথায় পুলিশ দিয়ে তাদের হোটেলে নিয়ে এসেছে।’
সন্ত্রাসী হামলার ঘটনা বর্ণনা করে পাপন আরো বলেন, ‘আমাদের দলের ওই গ্রুপটা যখন মসজিদের কাছে যাচ্ছিলো, ঠিক মসজিদের সামনে ছিল বাস, তখন সামনে একটা গাড়ি ছিল। গাড়ি থেকে বের হয়ে একজন মহিলা বলছিল ওদিকে যেও না। এর মাঝেই তারা গুলির আওয়াজ পায়। তারপর তারা দেখে যে দুইজন মসজিদ থেকে হয়ে আসছে। এমন যদি হত ওরা আগে এসে গিয়েছে, তাহলে তো আমাদের প্লেয়াররা মসজিদের ভেতরে থাকার সম্ভাবনা ছিল।
‘আল্লাহ’র অশেষ রহমত সেই জিনিসটা হয় নি। দ্বিতীয় হচ্ছে যে বাসটাও ওখানে ছিল না। আপনারা ভিডিওতে দেখেছেন পরে কিন্তু সে বের হয়েও মেরেছে। আমাদের প্লেয়াররা সামনে থাকলে তখনও আক্রমণ হতে পারত। সেদিক থেকে আল্লাহ’র অশেষ রহমত আমাদের প্লেয়াররা বেঁচে গেছে। সেখান থেকে ওরা পার্ক হয়ে সোজা চলে যাওয়া স্টেডিয়ামে।’
উল্লেখ্য নিউজিল্যান্ডে বড় রকমের বিপদ থেকে বেঁচে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুক্রবার (১৫ মার্চ) জুম্মার নামাজ আদায় করতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের যে মসজিদে গিয়েছিলো সেখানে সন্ত্রাসী হামলা চালানো হয়। তবে হামলাটি আগে হওয়ায় এর কোন প্রভাব তামিম, মুশফিকদের ওপর পড়েনি। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্ট চার্চে হওয়ায় এখন সেখানেই অবস্থান করছে লাল সবুজের দল।
বিসিবি সুত্রে জানা গেছে, লিটন দাস ও নাইম হাসান ছাড়া সবাই শেষ টেস্ট সামনে রেখে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুম্মা আদায় করতে যান। মসজিদে প্রবেশের সময় স্থানীয় একজন তাদের ঢুকতে নিষেধ করেন। বলেন এখোনে সন্ত্রাসী হামলা হয়েছে। একথা শোনামাত্র ভীত সন্ত্রস্ত হয়ে ক্রিকেটোররা টিম হোটেলে ফিরে আসেন।
ঘটনার পর বাংলাদেশ দলের টিম হোটেলসহ আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টাইগারদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন : আমরা অনেক ভাগ্যবান: খালেদ মাসুদ পাইলট
‘যারা নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের ওখানেই খেলতে যাব’
তৃতীয় টেস্ট বাতিল, বাংলাদেশ দলের নিরাপত্তা জোরদার
নিউজিল্যান্ডে ক্রিকেটাররা নিরাপদে আছেন: বিসিবি
সারাবাংলা/এমআরএফ/এসএন