শামসুর-পারভেজের ব্যাটে জিতলো গাজী
১৫ মার্চ ২০১৯ ১৬:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার (১৫ মার্চ) এই ম্যাচে খেলাঘরকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
আগের দুই ম্যাচের একটি জয় ও একটি হারের পর এবারের আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গাজী গ্রুপের অধিনায়ক ইমরুল কায়েস।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় খেলাঘর। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান তোলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাইদুল ইসলাম অঙ্কন। এছাড়া অধিনায়ক নাজিমুদ্দিন ২১ ও আল মেনারিয়া ১৫ রান করেন। তবে খেলাঘরের আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
গাজীর হয়ে ৯ ওভারে ২৪ রানে সর্বোচ্চ ৫টি উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়াও ২টি উইকেট নেন মেহেদী হাসান। আর একটি করে উইকেট নেন আবু হায়দার, মাইশুকুর রহমান ও নাসুম আহমেদ।
১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ (১৪২/৭)। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান তুলে অপরাজিত থাকেন পারভেজ রসুল। এছাড়াও শামসুর রহমান করেন ৫১ রান।
খেলাঘরের পক্ষে ১০ ওভারে ৪১ রান খরচায় সর্বোচ্চ ৫টি উইকেট নেন রবিউল হক। এছাড়াও ১টি উইকেট পান তানভীর ইসলাম।
ম্যাচ সেরার পুরস্কার আসে গাজীর হয়ে ৫টি উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি।
সারাবাংলা/এসএন