Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে সাবিনারা?


১৫ মার্চ ২০১৯ ২০:৪৬

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাফ সিনিয়র নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপ থেকে সেমি নিশ্চিত করেছে নেপালও। তাই বাংলাদেশের চ্যালেঞ্জ স্বাগতিকদের হারানো।

তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি ফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাবে বাংলাদেশ। এদিকে বি গ্রুপে মালদ্বীপকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা। মালদ্বীপের জালে ভারত বল পাঠিয়েছে ছয়বার ও লঙ্কানরা দুবার। ১৭ মার্চ গ্রুপপর্বের শেষ দিনে দু‘দল লড়বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে।

বিজ্ঞাপন

সেজন্য বাংলাদেশের হিসেব-নিকেশটাও করতে হচ্ছে। নিজেদের `এ‘ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সম্ভাব্য বি গ্রুপ চ্যাম্পিয়ন ভারতকে এড়াতে পারবে মেয়েরা। লঙ্কানদের পেতে পারে। তবে, নেপালকে হারাতে হবে। ড্র হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বি গ্রুপের দুর্বল প্রতিপক্ষকে পাবে নেপাল।

বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছে ২-০ ব্যবধানে, নেপাল ভুটানকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। তাই নির্ধারিতভাবে ম্যাচ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেমি ফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়ার লড়াই হয়ে দাঁড়িয়েছে।

তবে, দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় মেয়েরা জানালেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন, আমাদের দল উন্নতি করছে। নেপালকে হারানো এখন আমাদের ফোকাস পয়েন্ট।‘

দলের অধিনায়ক সাবিনা খাতুনের মুখে, প্রথম ম্যাচে জিতে আমরা আত্মবিশ্বাসে আছি। দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে আছি।‘

শনিবার সোয়া তিনটায় শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে নামবে বাংলাদেশ। তবে, সবশেষ ২০২০ সালের অলিম্পিক বাছাইপর্বের ম্যাচে গেল বছরের নভেম্বরে নেপালকে ১-১ ব্যবধানে রুখে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এবার কি পারবে হারিয়ে দিতে?

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর