Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেন দলে নতুন মুখের ছড়াছড়ি


১৬ মার্চ ২০১৯ ১৫:০৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেনের কোচ লুইস এনরিক। মাল্টা এবং নরওয়ের বিপক্ষে দুটি বাছাইপর্বের ম্যাচে নামতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। দুটি ম্যাচকে সামনে রেখে ঘোষিত এনরিকের দলে ডাক পেয়েছেন অনেক নতুন মুখ।

অপ্রতাশিত আট ফুটবলার জায়গা পেলেও আসন্ন দুটি ম্যাচে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা ইসকোকে। দানি সেবায়োস ও মার্কো অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদ স্কোয়াডে নিয়মিত ডাক না পেলেও স্পেন দলে ডাক পেয়েছেন।

চলমান মৌসুমে দুর্দান্ত পারফর্ম করায় নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন বের্নাট, সার্জিও গোমেজ, ফ্যাবিয়ান, পেরেজো, জেসাস নাভাস, মুনিয়াইন, ক্যানালেস আর জাইমে মাতা।

এদিকে, নেশনস লিগের চূড়ান্ত পর্যায়ে খেলবে স্পেন। মূলপর্বে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলবে হবে এনরিকের শিষ্যদের। এর আগে তরুণ ফুটবলারদের নিয়ে বেশ পরীক্ষা-নিরিক্ষিা করে নিতে চাইছেন এনরিক।

স্পেন দল:
গোলরক্ষক: ডি গিয়া, কেপা, পাউ লোপেজ।
ডিফেন্ডার: জর্দি আলবা, গয়া,বের্নাট, মারিও হারমোসো, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস, সার্জিও গোমেজ, সার্জিও রবার্তো ও জেসাস নাভাস।
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, সেবায়োস, ফ্যাবিয়া রুইজ, প্যারেইজো, ক্যানালেস।
ফরোয়ার্ড: মার্কো অ্যাসেনসিও, রদ্রিগো, মোরাতা, মুনিয়াইন, হুয়ান মাতা।

সারাবাংলা/এমআরপি

লুইস এনরিক স্পেন জাতীয় দল


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর