Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রাইস্টচার্চ হামলায় কিউই ফুটসাল দলের গোলরক্ষক নিহত


১৬ মার্চ ২০১৯ ১৯:২২

।। স্পোর্টস ডেস্ক ।।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসীর ভয়াবহ হামলায় নিহত হন ৪৯ জন। নিহতের তালিকায় আছেন নিউজিল্যান্ডের ফুটসালের গোলরক্ষক আতা এলাইয়ান। ৩৩ বছর বয়সী এই ফুটসাল খেলোয়াড় ক্যান্টাবুরি, মেইনল্যান্ড ফুটসাল দলের হয়ে খেলেছিলেন। ২০১৪ সালে নিউজিল্যান্ডের ফুটসাল অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন এলাইয়ান।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ এবং লিনউড এলাকায় আরেকটি মসজিদে ভয়ঙ্কর হামলা চালানো হয়। হামলাকারী সন্ত্রাসী অস্ট্রেলীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।

১৯৮৫ সালের ২১ জুন জন্ম নেওয়া এলাইয়ান মেইনল্যান্ড ফুটসাল দলের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। যেখানে একটি গোলও করেছেন তিনি। ক্লাবের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ফুটসাল খেলার পাশাপাশি তিনি ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন। এছাড়া, ল্যাজিওর্মঅ্যাপস নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

কুয়েতে জন্ম নেওয়া এলাইয়ান ক্রাইস্টচার্চে পরিবার নিয়েই থাকতেন। কিছুদিন আগে তিনি বাবা হন। এলডব্লিউএ সল্যুশন নামের একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর পদে কাজ করতে তিনি। এছাড়া, কোম্পানিটির কিছু শেয়ার ছিল তার নামে।

ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪৮ জন। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ। এদের মধ্যে একজনের রিমান্ড মঞ্জুর করেছেন ক্রাইস্টচার্চের এক ডিস্ট্রিক্ট আদালত। ব্রেন্টন ট্যারান্ট (২৮) নামে অস্ট্রেলিয় বংশোদ্ভূত ওই হামলাকারীকে শনিবার আদালতে হাজির করা হয়। সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আগামী ৫ এপ্রিল পর্যন্ত হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

ঘটনার সময় মসজিদটিতে জুম্মার নামাজ পড়তে গিয়েছিলেন তামিম, মুশফিক, রিয়াদ, মিরাজসহ জাতীয় দলের আরও কিছু ক্রিকেটার। তবে, বাংলাদেশের ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করতে শিশুসহ প্রায় ৩০০ মানুষ অবস্থান করছিলেন।

** দেশের পথে তামিম-মুশফিকরা

সারাবাংলা/এমআরপি

ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ড ফুটসাল

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর