Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনফর্ম তামিমের সামনে দুই মাইলফলকের হাতছানি


২২ জানুয়ারি ২০১৮ ১৩:৫০

সারাবাংলা ডেস্ক

দারুণ দুটি মাইলফলকের সামনে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। ২০১৫ সালের পর থেকেই লম্বা ইনিংস খেলার ধারাবাহিকতা ধরে রেখেছেন টাইগার এই ওপেনার।

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন দারুণ দুই ফিফটি। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলার পর নিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও করেছেন ৮৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ম্যাচেই তামিম দুটি মাইলফলক স্পর্শ করার সুযোগ পাবেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান।

৬৬ রান করে ৬ হাজার ওয়ানডে রানের আগেই নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হওয়ার সুযোগ পাবেন ৪২ রান দূরে থাকা তামিম। মিরপুর শের-ই-বাংলায় তামিম ইকবালের রান ২ হাজার ৪৭৩। তামিমের উপরে আছেন শুধু শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মাতারা হারিকেন’ রান করেছেন ২ হাজার ৫১৪।

তামিম অবশ্য এরই মধ্যে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হককে। শারজাহ স্টেডিয়ামে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক করেন ২ হাজার ৪৬৪ রান। সাকিব আল হাসানও খুব বেশি পিছিয়ে নেই। মিরপুরে সাকিবের রান ২ হাজার ৩১৮।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর