Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ব্যবধানে ড্যাফোডিলকে হারালো ইউল্যাব


১৭ মার্চ ২০১৯ ১৫:০৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে (ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট) রোববারের (১৭ মার্চ) প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ৮ উইকেটে হারিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ)।

টস জিতে ইউল্যাব আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ডিআইইউ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান সংগ্রহ করে। ইউল্যাব নির্ধারিত ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় (১০৪/২)। তাতে ৮ উইকেটের সহজ জয় পায় স্বাগতিক ইউল্যাব।

ইউল্যাবের আনজুম আহমেদ জেসি ৩৫ বলে ৫৪ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টানা দুটি ম্যাচেই ম্যাচ সেরা হন জেসি।

১৮ মার্চ কোনো খেলা নেই। মঙ্গলবার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। সেদিন মুখোমুখি হবে বিইউবিটি ও ব্রাক ইউনিভার্সিটি। আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি নামবে উত্তরা ইউনিভার্সিটির বিপক্ষে।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছে ১০ টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

শনিবারের (১৬ মার্চ) প্রথম ম্যাচে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের (ইইউবি) বিপক্ষে জয় পেয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ । দিনের আরেক ম্যাচে ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) হারিয়েছে প্রাইম ইউনিভার্সিটিকে। গতকাল দিনের প্রথম ম্যাচে টসে জিতে ইইউবি আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। স্ট্যামফোর্ড ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে। ইইউবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। ফলে ২০ রানের জয় পায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির লিটন চন্দ্র ৪৬ বলে ৬৪ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

আর দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে আইইউবি। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৩২ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ৯২ রান করে প্রাইম ইউনিভার্সিটি। আইইউবির হয়ে ৩৭ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হন সৌরভ দাস। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ইউল্যাবের ভিসি প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।

পুরো প্রতিযোগিতায় ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ২০ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা চারটি দল সেমিফাইনালে খেলবে। প্রথম রাউন্ড শেষে বিজয়ী চারটি দল ফাইনালে ওঠার জন্য ২৮ মার্চ, ২০১৯ থেকে সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। আর ১ এপ্রিল অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

গতবারের মতো এবারের আসরেও অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে সারাবাংলা.নেট। আর অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করতে পারেন: http://cricket.ulab.edu.bd

সারাবাংলা/এমআরপি

ইউল্যাব ড্যাফোডিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর