Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে জরিমানা, স্মিথকে নিয়ে সমালোচনা


২২ জানুয়ারি ২০১৮ ১৫:০০

সারাবাংলা ডেস্ক

দাপটের সঙ্গে অ্যাশেজ জিতলেও দেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো প্রথম তিন ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অজিরা। সিরিজ হারের পর জরিমানার শাস্তি পাচ্ছে স্টিভেন স্মিথের দল। তার ওপর বল টেম্পারিংয়ের চেষ্টার দায়ে সমালোচিত হয়েছেন স্মিথ।

সিডনিতে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে।

সিডনি ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রঞ্জন মাদুগালে অধিনায়ক স্টিভ স্মিথকে জরিমানা করেছেন ম্যাচ ফির ৪০ শতাংশ। দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ।

আগামী ১২ মাসের মধ্যে আবার কোনো ওয়ানডেতে ওভার রেট সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে স্মিথ এক ম্যাচ নিষিদ্ধ হবেন।

স্মিথ দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে, ‘লিপ বাম’ মাখিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ। টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, বল টেম্পারিং করতে মুখ থেকে কিছু একটা নিয়ে বলে মাখছেন স্মিথ। অবশ্য এই অভিযোগে কোনো শুনানিতে যেতে হয়নি স্মিথকে। তিনি জানান, ‘আমি বলে থুতু ব্যবহার করেছি। আমার ঠোঁটে বিশেষ কিছুই ছিল না। এভাবেই আমি সাধারণত বলের উজ্জ্বলতা ঠিক রাখি। এতে তো কোনো সমস্যা নেই।’

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর