আলভেজের কপালটাই খারাপ
১৯ মার্চ ২০১৯ ১১:৪২
কদিন আগে অ্যাতলেতিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফট-ব্যাক ফিলিপে লুইস চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে পড়েন। এবার ছিটকে গেলেন পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ। অথচ, ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপে দর্শক হয়ে থাকা আলভেজ এক বছরের বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন।
আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। দুটি ম্যাচের জন্য ব্রাজিলের কোচ তিতে তার স্কোয়াডে রেখেছিলেন ৩৫ বছর বয়সী আলভেজকে। তবে আপাতত আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না তার। চোট পাওয়ায় ব্রাজিল দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
ফরাসি লিগ ওয়ানে পিএসজির হয়ে রোববার (১৭ মার্চ) মার্শেইর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে বাম হাঁটুতে চোট পান আলভেজ। লাফিয়ে হেড দিতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি।
আলভেজের চোটের কথা নিশ্চিত করেছে ব্রাজিলের ফুটবল সংস্থা। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ১০৮ ম্যাচ খেলেছেন আলভেজ। ব্রাজিলের হয়ে ২০১৮ সালের মার্চে তিনি সবশেষ মাঠে নেমেছিলেন।
আলভেজের পরিবর্তে ব্রাজিল দলে ডাকা হয়েছে করিস্থিয়ান্সের রাইট-ব্যাক ফাগনারকে।
সারাবাংলা/এমআরপি