Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হলেন নাফিস


২০ মার্চ ২০১৯ ১৫:৫৮ | আপডেট: ২০ মার্চ ২০১৯ ১৫:৫৯

বাবা হলেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। প্রথম সন্তান শাখওয়ার আলী নাফিসের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

খবরটি নিজেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ফেসবুক পেইজে খবরটি জানান তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৯টা ৩০ মিনিটে তার স্ত্রী ঈশিতা তাসমির কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান।

ফেসবুকে নিজের ফেসবুক পেইজে কন্যা সন্তানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নাফিস। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ১৯ মার্চ, ২০১৯ রাত সাড়ে ৯টা ৩০ মিনিটে আল্লাহ আমাদেরকে একটি কন্যা সন্তান দিয়েছেন। মা ও মেয়ে দু’জনই এখন ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পেশায় আইনজীবী ঈশিতার সঙ্গে ১৩ বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাফিস। এরপর ২০০৭ সালে জন্ম নেওয়া প্রথম সন্তান শাখওয়ার আলী নাফিস এখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

সারাবাংলা/এসএন

শাহরিয়ার নাফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর