Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেশাল অলিম্পিকে হ্যান্ডবলে নারীদের স্বর্ণ, পুরুষদের রৌপ্য


২০ মার্চ ২০১৯ ১৯:৪৯

ঢাকাঃ সুংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমসে স্বর্ণ পেয়েছে বাংলাদেশ। হ্যান্ডবলে দেশের জন্য স্বর্ণ লাভ করেছে নারী দল। অন্যদিকে পুরুষ দল একটুর জন্য স্বর্ণ নিশ্চিত করতে পারে নি। নাহলে স্পেশাল অলিম্পিকে দুর্দান্ত সাফল্য নিয়েই ফিরতো বাংলাদেশ।

হ্যান্ডবলে ৭১ দেশের মধ্যে বাংলাদেশ নারী ও পুরুষ বিভাগে ফাইনালে উঠে।

নারী বিভাগে নেদারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ও স্বর্ণ নিশ্চিত করেছে মেয়েরা অন্যদিকে পুরুষ বিভাগে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে রৈাপ্য পদক অজর্ন করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এমন অর্জনে পদকজয়ী পুরুষ হ্যান্ডবল দল এবং নারী হ্যান্ডবল দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর