Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে কাউকেই ছাড় দেবেন না রশিদরা!


২১ মার্চ ২০১৯ ১৩:২৬

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। ২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর আইরিশদের বিপক্ষে এবার নিজেদের টেস্ট জয় শেষে এবার ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে দলটি। নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে দলের অন্যতম সেরা তারকা রশিদ খান বললেন, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষ নিয়েই ভীত নন তারা।

নিজেদের দ্বিতীয় টেস্টেও আইরিশদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস রাখছেন স্বল্প ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা এই তারকা। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে ২০ বছর বয়সি এই তারকা বলেন, বিশ্বকাপে দারুণ কিছু করতে এখন শুধু নিজেদের প্রতি বিশ্বাসটাই দরকার।

বিজ্ঞাপন

‘আমাদের মেধা ও দক্ষতা আছে। এশিয়া কাপে আমরা দেখিয়েছি যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারি। শুধু নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। আর বড় ম্যাচে মাথা ঠান্ডা রেখে উপভোগ করে খেলতে হবে। বিশ্বকাপে আমাদের এমন থাকাই উচিত হবে।’

খুব অল্প সময়েই নিজেকে ক্রিকেটবিশ্বে চিনিয়ে নেওয়া রশিদ কথা বলেছেন নিজের সাফল্য নিয়েও। তিনি বলেন, ‘আমি চাপে থাকতে পছন্দ করি না। সবসময় খেলাটাকে উপভোগ করার চেষ্টা করি। উইকেট পাই বা না পাই, আমি বোলিংটা উপভোগ করার চেষ্টা করি। সবসময় ভালো বল করার দিকেই নজর দিই। পরিশ্রম করেই নিজেকে খেলার উপযোগি করার চেষ্টা করি।’

সারাবাংলা/এসএন

আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ রশিদ খান

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর