Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষমেশ রাজনীতিতে এলেন গম্ভীর


২২ মার্চ ২০১৯ ১৪:১৯

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীর বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন এমন গুঞ্জন ছড়িয়েছিল গতবছরই। সেই গুঞ্জন এবার সত্যি হয়েছে। ২০১৯ সালে বিজেপির হয়ে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নেবেন গম্ভীর।

শুক্রবার (২২ মার্চ) বিজেপির পতাকা হাতে তুলে নেন ভারতের সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যান।

দেশটির সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল, অনেকদিন ধরেই দিল্লিতে ক্ষমতার বাইরে পড়ে আছে বিজেপি। দিল্লির বিজেপি সাংসদ মীনাক্ষী লেখির কাজেও সন্তুষ্ট নন তারা। আর তাই গম্ভীরকে অস্ত্র হিসেবেই মাঠে নামাতে চেয়েছে বিজেপি।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে বিজেপিতে আসেন গম্ভীর। সাবেক এই ক্রিকেটারের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেটলি। গম্ভীরের প্রতি বিশ্বাস রেখে তিনি বলেন, ‘ভারতকে দু’টি বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম কারিগর গম্ভীর। ক্রিকেট মাঠে নিজের সামর্থ্য তিনি দেখিয়েছেন। এবার রাজনীতির মাঠেও নিজের পরিচিতি তৈরি করতে চলেছেন।’

রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন গম্ভীর নিজেই। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাবশালী নেতৃত্বে আনুপ্রাণিত হয়েই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। বিজেপিতে আমাকে সুযোগ করে দেওয়ায় জেটলি স্যার, রবিশংকর (আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ) স্যারকে ধন্যবাদ।’

দেশের স্বার্থেই কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

সারাবাংলা/এসএন

গৌতম গম্ভীর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর