Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিকোর বীরত্বে বড় হার এড়ালো বাংলাদেশ


২২ মার্চ ২০১৯ ২৩:৫৯

ঢাকা: র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৯০ স্থান এগিয়ে থাকা বাহরাইন যে কি পরীক্ষা নিবে সেটা অনুমেয়ই ছিল। শক্তি-সামর্থে যোজন এগিয়ে থাকা স্বাগতিকরা সেটা মুহূর্মুহূ আক্রমণে বুঝিয়ে দিল লাল-সবুজদের। নাকে দম তুলে ফেলেছিল বাহরাইন।

এএফসির অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক বাছােইপর্বের প্রথম ম্যাচে ঠাসা রক্ষণ দিয়েও আটকানো গেল না বাহরাইনকে। খালিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুক্রবার রাত ১০টায় শুরু হওয়া ম্যাচে ১-০ ব্যবধানে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

একমাত্র গোলটি এসেছে স্বাগতিকদের অধিনায়ক ইউসুফ হার্দানের পা থেকে। ঠাসা রক্ষণের মধ্যেও গোল আদায় করে নিয়েছে বাহরাইন।

তবে, ব্যবধান আরও বড় হতে পারতো। লাল-সবুজের গোলবার সামলানোর দায়িত্বে থাকা আনিসুর রহমান জিকোর বীরত্বেই বলতে গেলে বারবার হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। জিকো বাহরাইনের বেশ কয়েকটি গোলের বড় সুযোগ নস্যাত করে দিয়েছে দুর্দান্ত সেভে।

ম্যাচের ইতিবাচক দিক বলতে জিকোর অতিমানবীয় পারফরমেন্স। পুরো ম্যাচে হাতে গোনা দুয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশ। তাদের একটি কর্নারে। ৬ মিনিটের মাথায় রবিউলের নেয়া কর্নার পাস হেডে বাইরে চলে যায়। ২৩ মিনিটেই গোল খেয়ে বসে বাংলাদেশ। হাশিম সায়েদ ইসার পাস থেকে বাহরাইনের অধিনায়ক ইউসুফ হার্দানের জোরালো শট জাল খুঁজে পেলে লিড নেয় স্বাগতিকরা।

আপাতত অলিম্পিক স্বপ্নের প্রথম সিড়িতেই বাধা পেলো জেমি ডে। হার দিয়ে এএফসি মিশন শুরু করেছে লাল-সবুজরা। ২৪ মার্চ ফিলিস্তিনের সঙ্গে লড়বে বাংলাদেশ। ফিলিস্তিন প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়েছে ৯-০ ব্যবধানে।

বাংলাদেশের একাদশঃ
আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, টুটুল বাদশা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া, মাহবুবুর রহামন সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর