Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাফ সেঞ্চুরি করে ফিরলেন সাকিব


২৩ জানুয়ারি ২০১৮ ১৩:৪৬

সারাবাংলা ডেস্ক

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

 

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ের পর পঞ্চম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ১১৬ রান। তামিম ৫১ এবং মুশফিক ২ রানে অপরাজিত।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি। ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন বিজয়। ব্যক্তিগত ১ রান করে এলবির ফাঁদে পড়েন তিনি। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ৫১ রানে সাজঘরে ফেরেন। ১১২ রানের মাথায় ২৮তম ওভারে সিকান্দার রাজার বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন সাকিব। স্ট্যাম্পিং হওয়ার আগে ৮০ বলে ৬ বাউন্ডারিতে করেন ৫১ রান।

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকে ফাইনালে টাইগাররা। অন্যদিকে ৩ ম্যাচ খেলে ১ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ে। অবশ্য সমান ম্যাচ খেলে ১ জয়ে ৪ পয়েন্ট নিলেও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ-জিম্বাবুয়ে লাইভ ম্যাচ দেখুন এখানে

বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, এনামুল হক বিজয় ও সানজামুল ইসলাম।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেজিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও কাইল জারভিস।

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

 

সারাবাংলা/এসএন/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর