দক্ষিণ আফ্রিকা সফরে কি পেল লঙ্কানরা?
২৫ মার্চ ২০১৯ ১৪:০০
দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। তবে প্রোটিয়াদের বিপক্ষে এই সফরের শেষটা ভালো হয়নি লঙ্কানদের। কিন্তু পুরো সফরের হিসেবে একেবারেই শূন্য হাতে ফিরছে না এশিয়ার অন্যতম সেরা দলটি।
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লঙ্কানদের এই সফরটি শেষ হয়েছে ২৪ মার্চ (রোববার) টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে। তবে এই ম্যাচে ৪৫ রানে হারে শ্রীলঙ্কা।
সফর শুরু হয় দুই ম্যাচ টেস্ট সিরিজের মধ্য দিয়ে। আর দুটি টেস্টে জিতে নিয়েছে সফরকারী লঙ্কানরা। প্রথম টেস্টে ১ উইকেটের জয় তোলার পর দ্বিতীয় টেস্টে ৮ উইকেটের জয় পায় চান্দিকা হাথুরুসিংয়ের দল। তাতেই স্বাগতিকদের ধবলধোলাই করে লঙ্কানরা।
তবে এরপর আর তেমন কিছুই পাওয়া হয়নি সফরকারীদের। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রোটিয়াদের কাছে ধবব্লধোলাই হয় তারা।
প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ১১৩ রানের বড় ব্যবধানে হারে দলটি। এরপর সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইচ পদ্ধতিতে ৭১ রানে হার দেখে লঙ্কানরা। সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৬ উইকেটে হার, এরপর শেষ ম্যাচে ৪১ রানে হেরে সিরিজে ধবলধোলাই হয় দলটি।
ওয়ানডে সিরিজের হতাশার পর তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয় লঙ্কানরা। তবে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদেরকে জিততে দেয়নি সফরকারীরা। শেষ বলে ম্যাচটি ড্র হয়। এরপর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ রানে হার, এরপর তৃতীয় ও শেষ টেস্টে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৫ রানে হারে লঙ্কানরা।
সারাবাংলা/এসএন