বাংলাদেশের সামর্থ্য জানেন না আফ্রিদি!
২৫ মার্চ ২০১৯ ১৭:০৬
বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ‘ছোট দল’ বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
ইংল্যান্ড বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে পাকিস্তান। এই সিরিজে দলের নিয়মিত একাদশে থাকা অধিনায়ক সরফরাজ আহমেদ, বাবর আজম, ফখর জামান, হাসান আলীরাসহ ৬ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে রেখে এমনভাবে হারতে হয়েছে বলে, মনে করছেন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বিশ্বকাপের আগে সিরিজে বিশ্রামে রাখা ঠিক হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, ‘দেখুন আমার মনে হয়, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো র্যাংকিংয়ের ৭ কিংবা ৮ নম্বর দলের বিপক্ষে যদি খেলা হতো তাহলে বিশ্রামের কথা চিন্তা করা যেতো। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলে ভালো পারফরম্যান্স করলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে।’
বাংলাদেশ ও জিম্বাবুয়েকে ছোট দল বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটা উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশকে ছোট দেশ বলার আগে আফ্রিদি হয়তো ভাবেননি বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে। কারণ, ২০১৫ সাল তিন ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে নয়বার মুখোমুখিতে ছয়বারই হেরেছে পাকিস্তান। তাছাড়া ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাতে। এর চেয়ে মাত্র এক ধাপ এগিয়ে ছয়ে আছে পাকিস্তান। রেটিং পয়েন্টের ব্যবধানও মাত্র ১০।
বিপিএলের এবারের আসরেও খেলেছেন আফ্রিদি। কিন্তু দলের সিনিয়রদের বিশ্রামে রাখার কথা উঠতেই বাংলাদেশ দলকে ছোট বলে মন্তব্য করে বসেন আফ্রিদি। দলের সিনিয়রদেরকে এই সিরিজে বিশ্রামে না রাখার পক্ষে কথা বলেন তিনি, ‘অভিজ্ঞদের দলে রাখাটা উচিত ছিল। কারণ তারা ১৫ থেকে ২০ বছর ক্রিকেট খেলেছে। তাদের অনেক অভিজ্ঞতাও আছে। তাই এই সিরিজে ওদেরকে খেলতে দেওয়ার প্রয়োজন ছিল।’
সারাবাংলা/এসএন