ইনজুরি নিয়ে ভাবছেন না রোনালদো
২৬ মার্চ ২০১৯ ১৩:৩৭
রাশিয়া বিশ্বকাপের প্রায় আট মাস পর পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইউক্রেনের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচটিতে গোলশূন্য ড্র করেছিল দলটি। সোমবার (২৫ মার্চ) সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্র করে পর্তুগিজরা। এই ম্যাচে ইনজুরিতে পড়েন রোনালদো। তবে ইনজুরি নিয়ে আপাতত চিন্তিত নন সিআরসেভেন।
সার্বিয়ার বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমে শুরুটা দারুণ হয়েছিল রোনালদোর। শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে খেলতে থাকেন তিনি। তবে ম্যাচের ৩১ মিনিটেই ইনজুরিতে পড়েন এই ফরোয়ার্ড। লম্বা পাস ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান পাওয়ায় তাকে মাঠের বাইরে তুলে নেন কোচ ফার্নান্দো সান্তোস।
সিআরসেভেনের ইনজুরির কারণে চিন্তায় পড়ে ক্লাব জুভেন্টাস। কারণ মাত্র দুই সপ্তাহ পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের মুখোমুখি হবে দলটি। তবে মাঠে সেই ইনজুরিটা বেশ গুরুতর মনে হলেও ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ফেরার আশা তার।
‘ইনজুরি নিয়ে একদমই চিন্তা করছি না। আমার শরীর নিয়ে ভালো ধারণা আছে আমার। ফুটবলে এমন হবেই। পুরোপুরি সুস্থ হতে দুই সপ্তাহেরও কম সময় লাগবে। এরপর সব ম্যাচে খেলতে পারবো।’
সিআরসেভেনের এমন কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে জুভেন্টাস ও দলের সমর্থকরা।
সারাবাংলা/এসএন