অশ্বিনের কান্ডে অবাক সাবেক ক্রিকেটাররাও
২৬ মার্চ ২০১৯ ১৭:৩৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এক কান্ড ঘটিয়ে ক্রিকেটপাড়ায় উত্তাল ছড়িয়ে দিয়েছেন ভারতের স্পিনার ও কিংস ইলেভেন পাঞ্জাব দলের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন। রাজস্থান রয়্যালসের জশ বাটলারকে যেভাবে আউট করেছেন তাতে বেশ সমালোচিত হয়েছেন এই স্পিনার।
কি হয়েছিল রাজস্থান-পাঞ্জাবের ম্যাচে?
সোমবার (২৫ মার্চ) জয়পুরে আইপিএলের চতুর্থ ম্যাচে রাজস্থান ইনিংসের ১৩তম ওভারের শেষ বলে এই ঘটনাটি ঘটে। জয়ের জন্য তখন ৭৭ রান দরকার ছিল রাজস্থানের। আর হাতে ছিল ৯টি উইকেট। ৬৯ রানে অপরাজিত থাকা জশ বাটলার তখন ননস্ট্রাইকে। তখনই বল করতে এগিয়ে গিয়ে বল না করে উল্টো স্ট্যাম্প ভেঙে দিলেন তিনি। ননস্ট্রাইকে থাকা বাটলারকে উইকেট ছেড়ে বের হতে দেখেই এমন কান্ড করে বসলেন তিনি।
তাতে অবাক হন বাটলার। আর মাঠে থাকা আম্পায়ার সহযোগিতা চাইলেন থার্ড আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত সেটাকে আউট ঘোষণা দেন আম্পায়ার। তাতেই গোলযোগ শুরু হয়। বাটলার ও অশ্বিনের মধ্যে শুধু হয় ঝামেলা। খেলা শেষে অশ্বিনের সঙ্গে প্রথাগতভাবে হাত মিলিয়েছেন বাটলার, কোচ প্যাডি আপটনের অনুরোধেই তা করতে হলো তাকে।
বাটলার আউট হওয়ার পর এই ম্যাচ আর জিততে পারেনি রাজস্থান। শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরেছে ১৪ রানে।
ম্যাচের সেই আউটটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ অশ্বিনের এমন কান্ডের পর বলেছেন, নিয়ম মেনেই বাটলারকে আউট করেছেন পাঞ্জাবের অধিনায়ক। তবে অনেকেই বলেছেন, এটি ছিল তার চেতনাবিরোধী কাজ।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্টে লেখেন, ‘যদি জশ বাটলারকে সতর্ক করা হয়ে থাকে তাহলে ব্যাপারটা ঠিক। আর যদি তাকে সতর্ক না করেই এটি করা হয় তাহলে আমি মনে করি, অশ্বিন সম্পূর্ণভাবে ভুল করেছে। এখন থেকে এটা নিয়মিত হয় কি না সেটা দেখতে হবে।’
অস্ট্রেলিয়ার সাবেক ঘূর্ণিতারকা শেন ওয়ার্ন তার টুইটারে লেখেন, ‘একজন অধিনায়ক ও ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে অশ্বিনের এই কাজটি অত্যন্ত দুঃখজনক। প্রত্যেক অধিনায়কই খেলোয়াড় হিসেবে আইপিএলের মহত্ব বজায় রাখতে আইপিএল ওয়ালে সাক্ষর করেছেন। বলটি করার কোনো ইচ্ছাই ওর (অশ্বিন) ছিল না। তাই এটাকে ডেড বল বলাই উচিত ছিল। বিসিসিআই’র প্রতি বলছি, আইপিএলে এমনটা শোভা পায় না।’
অজি এই কিংবদন্তী তার আরেকটি পোস্টে লেখেন, ‘যদি বেন স্টোকস একই কাজ বিরাট কোহলির বিপক্ষে করতো, তাহলে কি সেটা ঠিক হতো! আমি খুবই হতাশ কারণ আমি ভাবতাম অশ্বিন সৎ। কিংস ইলেভেন পাঞ্জাব আজকে অনেক সমর্থক হারিয়েছে। বিশেষ করে তরুণদের। আশা করি, এই বিষয়ে বিসিসিআই কিছু একটা করবে।’
তবে সব ছাড়িয়ে চেতনাবিরোধী কোনো কাজ করেননি বলেই মন্তব্য করেছেন অশ্বিন। এই বিষয়ে যুক্তি দিয়ে বলেন, ‘সহজাতভাবেই এটা আমি করেছি। পরিকল্পিত কিংবা এমন কিছু ছিল না। খেলার নিয়মের মধ্যে থেকেই করেছি। আর চেতনার প্রশ্নটা কেন আসছে সেটা বুঝতে পারছি না। যদি নিয়মটা থেকে থাকে। আইন যদি না ব্যবহার না করা যায়, সেটি থেকে লাভ কী?’
সারাবাংলা/এসএন
*** ফিনিশিংয়ে আমাদের কিছুটা দুর্বলতা আছে: মাশরাফি