Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিনহোর ঠিকানা হতে পারে ফ্রান্স


২৭ মার্চ ২০১৯ ১৮:৩৫

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গত ডিসেম্বরে সরিয়ে দিয়েছিল পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে। চাকরি হারিয়ে আপাতত নিজের মতোই সময় কাটাচ্ছেন মরিনহো। এদিকে, মরিনহোর দেশের জায়ান্ট দল বেনফিকা বরখাস্ত করে তাদের কোচ রুই ভিতোরিয়াকে। বেনফিকার ক্লাব প্রেসিডেন্ট লুইস ফিলিপ ভিয়েইরা মরিনহোকে চেয়েছিলেন। মরিনহোর পেছনে বড় অঙ্কের টাকা ঢালতেও রাজী ছিলেন ভিয়েইরা। মরিনহো রাজী হননি। চাকরিটাও পাওয়া হয়নি।

বিজ্ঞাপন

বেনফিকার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং পর্তুগালের জায়ান্ট পোর্তো। এই চারটি ক্লাবেরই কোচ ছিলেন মরিনহো। ২০০০ সালে বেনফিকার কোচ ছিলেন তিনি, সেখান থেকেই তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল। ২০০২-২০০৪ মৌসুমে কোচ ছিলেন পোর্তোর। মাঝে আরেকটি ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন। পোর্তো ছেড়ে ২০০৪ সালে ইংলিশ ক্লাব চেলসিতে নাম লেখান মরিনহো। ২০০৮ সালে যোগ দেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। ২০১০ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে চলে আসেন মরিনহো। ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পান চেলসিতে। ২০১৬ সালে দায়িত্ব নেন ম্যানচেস্টার ইউনাইটেডের।

বিজ্ঞাপন

কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের বাজে সময়ে আবারো আলোচনায় উঠে আসে ক্লাবের কোচ পরিবর্তনের ব্যাপারটি। জিদানের পর রিয়ালে আসা জুলিয়েন লোপেতেগুইকে বরখাস্তের পর সান্তিয়াগো সোলারির অধীনে খেলে রিয়াল। শুরুতে চমক দেখালেও এই আর্জেন্টিনা কোচের অধীনে ধুঁকতে থাকে বার্নাব্যুর ক্লাবটি। তাই অনেকেই সান্তিয়াগো বার্নাব্যুর ভবিষ্যত কোচ হিসেবে আবারও হোসে মরিনহোকেই ভেবেছিলেন। কিন্তু, মনিরহো নন সাবেক কোচ জিদানকেই ফিরিয়ে নেয় রিয়াল। আশায় থাকলেও মরিনহো রিয়ালের চাকরিটা পাননি।

রিয়াল মাদ্রিদে কোচ হিসেবে কাজ করেছেন মরিনহো। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির দায়িত্ব পালন করেন তিনি। সে সময় বার্নাব্যুর ক্লাবটিকে তিনি ৩টি শিরোপা জিতিয়েছিলেন। যদিও আগেরবার রিয়াল থেকে তার বিদায়টা খুব একটা সুখকর ছিল না।

নতুন কোনো ক্লাবের চাকরি খুঁজতে হচ্ছে মরিনহোকে। আগামী জুনে হয়তো সেটা পেয়ে যাবেন এই পর্তুগিজ কোচ। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ফরাসি দুই ক্লাব লিঁও এবং মোনাকো। তাতে সম্মতিটা আপাতত দিয়ে রেখেছেন মরিনহো। লিঁওর কোচ ব্রুনো জেনেসিও এবং মোনাকোর কোচ লিওনার্দো জারদিমের সঙ্গে নতুন করে চুক্তি বাড়াবে না লিগ ওয়ানে খেলা ক্লাব দুটি।

এ মুহূর্তে লিগ ওয়ানের টেবিলে শীর্ষে আছে পিএসজি। এমবাপে-নেইমার-কাভানিদের দলটির সংগ্রহ ২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা লিলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিনে লিঁও। মোনাকো আছে টেবিলের তলানির দিকে। ২০ দলের মধ্যে মোনাকোর অবস্থান ১৬তম, পয়েন্ট ৩০।

ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পরপরই মরিনহোকে কোচ করার প্রস্তাব দিয়েছিল তার স্বদেশি ক্লাব বেনফিকা। বেনফিকার প্রেসিডেন্ট বিশাল অঙ্কের টাকা প্রস্তাব করেছিলেন। কিন্তু তাতে রাজী হননি তিনি। একমাত্র রিয়ালে ফিরবেন বলেই নাকি মরিনহো এমন সিদ্ধান্ত নিয়ে বসে ছিলেন। ২০০০ সালে মরিনহো কোচিং ক্যারিয়ার শুরু করেন পর্তুগিজ ক্লাব বেনফিকাতেই।

সারাবাংলা/এমআরপি

কোচ ফ্রান্স মরিনহো

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর