মাইলফলককে ‘বিশাল ব্যাপার’ বললেন রাজ্জাক
২৭ মার্চ ২০১৯ ১৮:৫২
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের অনন্য মাইলফলক ছুঁয়েছেন আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে আজ অব্দি কোনো বোলার যে কীর্তি গড়তে পারেননি তাই গড়েছেন প্রাইম ব্যাংকের বাঁহাতি এই স্পিনার। বুধবার (২৭ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে নিজেকে নিয়ে গেছেন অধরা এক উচ্চতায়।
নিঃসন্দেহে কীর্তিটি গর্ব করার মতোই। কিন্তু বিনয়ী রাজ্জাককে তেমন দেখালো না। ৪০০ উইকেটের প্রতিক্রিয়ায় তাকে ততটা উচ্চকিতও মনে হলো না। স্মিথ হেসে শুধু বললেন, ‘বিশাল ব্যাপার’।
জীবনের ৩৬টি বসন্ত ইতোমধ্যেই পেরিয়ে গেছেন। ৩৭ ছুঁই ছুঁই। তবুও এতটা দুর্দান্ত কী করে? কী করেই বা এখনো উইকেটের পসরা সাজিয়ে যাচ্ছেন। না, আলাদিনের যাদুর চেরাগ তার হাতে নেই। স্রেফ ক্রিকেটকে উপভোগ করেন বলেই এখনো বল হাতে ঘূর্ণি নাচন তুলতে পারেন।
ম্যাচ শেষে রাজ্জাক জানান, ‘প্রতিটি প্লেয়ারের জন্যেএকটি মাইলফলক স্পর্শ করা বিশাল ব্যাপার। আমারও ব্যতিক্রম কিছু না। এখনো আমি ক্রিকেট উপভোগ করি। এই যে আমি উইকেট পাই, ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে। আসলে সব থেকে বড় ব্যাপার হলো ক্রিকেটটাকে আমি এখনো উপভোগ করছি।’
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মাঠে নামার আগে ৪০০ উইকেট থেকে ৮ উইকেট দূরে ছিলেন রাজ্জাক। প্রাইম ব্যাংকের হয়ে প্রথম পাঁচ ম্যাচে শিকার করেন ৭টি। হাতছানি ছিল মাত্র ১টি উইকেটের। অবশেষে বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। উত্তরার ওপেনার আনিসুল ইসলাম ইমনকে ক্লিন বোল্ড করে ৪০০ উইকেটের এলিট ক্লাবে নাম লেখান। এখানেই থামেননি লাল সবুজের হয়ে এক সময়ে কাঁপন ধরানো এই স্পিনার। পরে নেন আরও ৩ উইকেট। ৮ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে উত্তরার ৪ ব্যাটসম্যানকে শিকার করে দলকে দেখান জয়ের পথ।
ক্যারিয়ারের সূর্য প্রায় পশ্চিমাকাশে হেলে পড়েছে। তবুও অদম্য রাজ্জাক। বিষয়টি নিশ্চয়ই এদেশের তরুণ স্পিনারদের জন্য অনুকরণীয়। তাদের জন্য কী উপদেশ দেবেন তিনি? স্বল্পভাষী রাজ্জাক বাতুলতায় গেলেন না। বললেন, ফোকাসড থাকতে হবে আর ফিটনেস ধরে রাখতে হবে। আর সম্ভব হলে ক্রিকেটের বাইরে মনোযোগী না হতে।
তিনি আরও জানান, ‘আমি মনে করি প্রত্যেককেই ফোকাস রাখা উচিত। ফোকাস থাকতে হলে ফিটনেস ঠিক রাখতে হবে। ফিটনেস ঠিক থাকলে ফোকাস থাকা সহজ হয়। আর তা না হলে কঠিন। খেলার সময় ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করা বা বাইরের জিনিস নিয়ে চিন্তা করা আমার মনে হয় ঠিক না।’
সারাবাংলা/এমআরফ/এমআরপি