Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হকি নির্বাচনে সমঝোতার বাতাস


২৭ মার্চ ২০১৯ ২০:৩৮

ঢাকাঃ দিন যায় দিন আসে যেন হকির নির্বাচনের ডাক আসে না। বহুদিন ধরেই নির্বাচনকে নিয়ে দফায় দফায় অনেক আলোচনা হচ্ছে। কিন্তু ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা পেছাচ্ছে আরেকধাপ। কেননা এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি পদ নিয়ে যত আলোচনার ডাল মিলছে।

হকি নির্বাচন মানেই সাধারণ সম্পাদক পদ নিয়ে যত চিন্তা-ভাবনা। এবারও তাই। বাহফের ২৮ টি পদ থাকলেও লড়াইটা শুধু সাধারণ সম্পাদকের মধ্যেই থাকছে পুরনো রীতিতে। এর আগেও নানান কারণে নির্বাচন বন্ধ থেকেছে।

বিজ্ঞাপন

খাজা রহমতউল্লাহ বেঁচে থাকার সময় এর আগেও সংকটকালীন সময়ে তাকে সাধারণ সম্পাদক করে সমঝোতার চেষ্টা করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবারও সমঝোতার নির্বাচনই হতে পারে। লড়াইটা তাই

এবার মুমিনুল হক সাঈদের বিপরীতে আব্দুস সাদেককে ওই পদে রেখেই ক’দিন আগে সমঝোতার ডাক দিয়েছেন দুই মন্ত্রী পাপন ও শাহরিয়ার আলম ও বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নাসরুল হামিদ।

এর আগে সোমবার (২৫ মার্চ) ঢাকা ক্লাবে মিলিত হোন তারা। এসময় সেখানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি আ জ ম নাসির, সেক্রেটারি আশিকুজ্জামান মিকু, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো: রুহুল আমিন, এটিএন বাংলার ড. মাহফুজ আহমদেসহ আবাহনী সমর্থিত বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘নিজেদের স্বার্থ বর্জন করে হকির উন্নয়নে যদি কাজ করে তাহলে তাদের সাথে আছি। আজ এই ক্লাব বয়কট করে তো কাল ওই ক্লাব। আব্দুস সাদেককে সাধারণ সম্পাদক করে সমঝোতার চেষ্টা করা হবে। ২৭ মার্চ আমরা প্যানেল ঘোষণা করবো। কেউ পদের জন্য এলে হকির উন্নয়ন হবে না। আমরা হকিকে সাপোর্ট করতে এসেছি। পদকে নয়। এর বাইরে গিয়ে কেউ যদি নির্বাচন করতে চায় তাহলে করবে। দরজা সবার জন্য খোলা। সবচেয়ে ভালো সংবিধান পরিবর্তন করে একজন সভাপতি রেখে বাকি সকলেই থাকবেন পরিচালক।’

অভিজ্ঞ সংগঠক সাজেদ এ আদেল বলেন, ‘সবাইকে নিয়ে করতে চাচ্ছি, তবে মনে হয় উনি (সাঈদ) সমঝোতায় আসবে না। নির্বাচন করবেন। আমার প্রশ্ন হলো, যে কোন ব্যাক্তি নতুন আসার পরে তিনমাসের মধ্যেই কেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চান। কেন আমাদের লোকজন তাদের উৎসাহ যোগায়। একবার খন্দকার জামিলকে, আরেকবার শফিউল্লাহ আল মুনীরকে এবার মুমিনুল হক সাঈদকে এনে সাধারণ সম্পাদক বানাতে চাচ্ছে। মিডিয়ার মাধ্যমে জানতে চাই, এই পদে কি আছে?’

বিজ্ঞাপন

সেখানে দেখা গেল ভিএইচবি (ভেটার্নস হকি বাংলাদেশ) সদস্যরাও রয়েছেন। ভিএইচবি সেক্রেটারি ফয়সাল জানালেন, ‘আমরা যারা এসেছি তারা মুলত ক্লাবের প্রতিনিধি। তবে যারাই নির্বাচিত কিংবা মনোনীত হয়ে হকি ফেডারেশনে আসবেন ভিএইচবি তাদের সাথে কাজ করবে।’

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর