Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আহতদের রক্ত লাগবে, মানবতায় এগিয়ে আসুন: মাশরাফি


২৮ মার্চ ২০১৯ ১৯:১৫

বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা যারা #বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে #কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন টাইগার পেসার রুবেল হোসেন। সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।’

এর আগে বেলা পৌনে একটায় রাজধানীর বনানীর কামাল আতার্তুক এভিনিউ’র ২২তলা ভবন এফআর টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। ভবনে আটকা পড়েছেন অনেকেই। অন্তত ৮জন ভবন থেকে নিচে লাফিয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যাচ্ছে।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর