Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বলে ওভার; চুপ নাসির, কি ভাবছে বিসিবি?


৪ ডিসেম্বর ২০১৭ ১০:২৯

জাহিদ হাসান
সারাবাংলা প্রতিবেদক
বিপিএলের মতো আন্তর্জাতিক বড় টুর্নামেন্টে ৭ বলে ওভার দিয়ে নিকৃষ্ট উদাহরণের নজির সৃষ্টি করেছে আম্পায়ার। চট্টগ্রাম পর্বের ৩১তম ম্যাচে রংপুর রাইডার্সের ইনিংসে ১৬তম ওভারে সিলেটের কামরুল ইসলাম রাব্বির ওভারে দেয়া সেই বিতর্কিত ৭ বলে ওভার নিয়ে চুপ বনে গেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন।

এ নিয়ে কোন মন্তব্য করতে চান না নাসির, ‘এ বিষয়ে কিছু বলতে চাই না।’ এ ম্যাচে রংপুরের বিপক্ষে তিন উইকেটে হেরেছে সিক্সার্সরা। ম্যাচের শেষ হওয়ার পরপরই বিপিএল গভার্নিং বডির কাছে লিখিত অভিযোগও করেছে তারা।

নাসির একদিকে যখন কথা বলতে নারাজ অন্যদিকে প্রশ্ন আসে, তাহলে কি ভাবছে বিপিএল গভার্নিং বডি? উত্তর মিললো সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের কাছ থেকে। তিনি জানান, ‘আজকে সিলেটের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের সিইওর (নিজামউদ্দিন চৌধুরী) সভা ছিল। আমার থাকার কথা থাকলেও থাকতে পারিনি।’

তিনি বলেন, ‘৭ বলের ব্যাপারটি দুই রকম হতে পারে, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত হলে শাস্তি এক ধরনের। আর অনিচ্ছাকৃত হলে বিবেচনা হবে ভিন্নভাবে। আমরা সিলেটের সঙ্গে কথা বলেছি। তাদেরও মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল। তবে ইচ্ছাকৃত হলে অ্যান্টি করাপশন আসবে।‘

আম্পায়ার ভুল মনে করে এ বিষয় নিয়ে আম্পায়ার্স কমিটির সঙ্গে বৈঠকে বসবে বিপিএল কমিটি। মল্লিক জানান, ‘যদিও আমরা এটাকে আম্পায়ারের ভুল হিসেবেই দেখছি। আমরা আম্পায়ার্স কমিটির সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

তবে, আম্পায়ার ভুল আমলে নিলেও পুনরায় সিলেট সিক্সার ও রংপুরের ম্যাচটি আয়োজনের কোনও চিন্তা করছে না তারা, ‘আইসিসির আইনের বাইরে কেউ যেতে পারবে না। একটা ভুলকে ভুল হিসেবেই ধরা হবে। এখানে রিম্যাচ করা বা ভুল শোধরানোর কোনও সুযোগ নেই।’

সারাবাংলা/জেএইচ/০৪ ডিসেম্বর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর