Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়াক্সের বিপক্ষে ফিরছেন রোনালদো!


২৯ মার্চ ২০১৯ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউরো বাছাইয়ে সার্বিয়ার বিপক্ষে জাতীয় দল পর্তুগালের জার্সিতে মাঠে নেমে ইনজুরিতে পড়েন জুভেন্টাসের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। উরুতে চোটের কারণে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে তার মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আয়াক্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামার পরিকল্পনার কথা নিজেই জানিয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

রাশিয়া বিশ্বকাপের প্রায় আট মাস পর পর্তুগালের জার্সিতে মাঠে নামেন রোনালদো। কিন্তু ইউরো বাছাইয়ে তার শেষ দুটি ম্যাচেই ড্র করেছে পর্তুগিজরা। উল্টো সার্বিয়ার বিপক্ষে চোট নিয়েই মাঠ ছেড়েছেন সিআরসেভেন। আগামী আগামী ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস।

বিজ্ঞাপন

এর আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে দলকে শেষ আটে তোলেন রোনালদো। তাতে শেষ আটে তার দলে থাকা কতটা জরুরি, সেটা বুঝাই যাচ্ছে।

তবে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের পরই রোনালদো জানিয়েছেন, চোট নিয়ে চিন্তিত নন তিনি। বলেছিলেন, ‘চোট নিয়ে আমি চিন্তিত নই। নিজের শরীর সম্পর্কে আমার ভালোই ধারণা রয়েছে। আমি জানি আগামী দুই সপ্তাহের মধ্যে আমি সুস্থ হয়ে উঠতে পারবো।’

তবে এরপর এই ফরোয়ার্ডের চোটের অবস্থা জানাতে এক বিবৃতি দিয়েছিল ক্লাব জুভেন্টাস। সেখানে বলা হয়, ‘পর্তুগালে পরীক্ষার পর রোনালদোর ডান উরুতে মাইনর ইনজুরি ধরা পড়েছে।’

চোট থেকে সেরে উঠতে বার্সেলোনায় চিকিৎসা নিচ্ছেন রোনালদো।

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর