Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রুবেলের ছয়ের গল্প অনেক দিন চলবে’


২৩ জানুয়ারি ২০১৮ ২০:৪২

স্টাফ করেসপন্ডেন্ট

ওয়ানডেতে এর আগেও ছয় মেরেছেন। লিস্ট ‘এ’, এমনকি টেস্টেও আছে ছয়। তবে আজকের ছয়টা আলাদা করেই মনে রাখবেন রুবেল হোসেন। ম্যাচ শেষে তামিম ইকবালও যখন বলে গেলেন, এই ছয়ের গল্প অনেক দিন ধরে চলবে, রুবেল একটু বেশি গর্বিত হতেই পারেন!

শেষ ওভারে যখন রুবেল যখন কাইল জার্ভিসের মুখোমুখি, বাংলাদেশের রান কেবল ২০০ ছাড়িয়েছে। ওভারের দ্বিতীয় বলটা ফুল লেংথের ছিল। টেল এন্ডারদের যেমন হয়, সামনের দিকে ছড়ানো পা নিয়ে রুবেল সোজা ব্যাট চালালেন। বলটা আছড়ে পড়ল সীমানার অন্য প্রান্তে। তবে তার চেয়েও দুর্দান্ত ছিল রুবেলের ফলো থ্রু। যেন বুঝিয়ে দিতে চাইলেন, আগে থেকেই জানতেন বলটা ছয় হবে।

পরিস্থিতির বিচারে ওই সময় ছয়টা দারুণ মূল্যবানই ছিল। জিম্বাবুয়ে ব্যাটিংটা ভালো করতে পারলে সেই ছয়টা ম্যাচ জেতানোও হয়ে যেতে পারত।

সংবাদ সম্মেলনে তা মনে করিয়ে দিতেই শুরুতেই হাসির রোল। তামিমও হাসতে হাসতে বললেন, ‘ছক্কার চেয়ে রুবেলের ফলো থ্রুটা বেশি ভালো লেগেছে।’

তামিমও বুঝতে পেরেছেন, রুবেলের এই ছয়টা নিয়ে আরও অনেকদিন কথা হবে। হাসতে হাসতেই বললেন, ‘এই গল্প যে কয় বছর চলবে সেটা বুঝতে পারছি না। অসাধারণ!’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর