বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন করলেন সেনাপ্রধান
২৯ মার্চ ২০১৯ ১৪:৫১
ঢাকা: বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছেন সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতিমান অভিনেতা সঞ্জয় দত্ত।
আগামী ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ অনুষ্ঠিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
২২ দেশের সেরা গলফাররা বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ এ অংশ নেবেন।
বাংলাদেশ গলফ ফেডারেশনের সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজও এ টুর্নামেন্টে অংশ নেবেন।
সূত্র জানিয়েছে, টুর্নামেন্টের ট্রফি উন্মোচন হবে আগামী ৩১ মার্চ সন্ধা সাড়ে ৭টায়। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবে ৬ এপ্রিল বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
উল্লেখ্য, বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
সারাবাংলা/এসএন/একে