Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম বললেন, শট ভুল ছিল, সময়ও ঠিক ছিল না


২৩ জানুয়ারি ২০১৮ ২১:২৪

বিশেষ প্রতিনিধি, মিরপুর থেকে

আগের ম্যাচে ৮৪ করার পরও বলেছিলেন, যেভাবে আউট হয়েছেন তাতে তার আক্ষেপ নেই। আজ ৭৬ রানে আউট হয়েছেন, তবে তামিম ইকবালের তাতে অনেক আফসোস। নিজেই স্বীকার করলেন, ওই সময়ে ওই শট খেলা উচিত হয়নি তার।

আগের ম্যাচের মতোই আজ শুরুটা ছিল ধীর। ফিফটি পেয়েছেন ৭৮ বলে, এরপর অবশ্য স্ট্রাইক রেট একটু বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু সেটা আরও বেশি করতে গিয়েই হলো মুশকিল। গ্রায়েম ক্রেমারের বলটা ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়েই তামিম স্টাম্পড হয়ে গেলেন। ৭৬ রানেই থেমে গেলেন।

তামিম অবশ্য ম্যাচ শেষে বললেন, উইকেট ব্যাট করার জন্য সহজ ছিল না, ‘আমরা সত্যি বলতে সেরাটা খেলতে পারিনি। কারণ উইকেটটা সহজ ছিল না। প্রথম ১০-১৫ ওভার বলের সিম মুভমেন্ট হচ্ছিলো। এরপর যখন স্পিনাররা আসলো, তখন ব্যাট করাটা আসলেই অনেক কঠিন হয়ে গিয়েছিল। একটা বল টার্ন করছিল তো পরের বলটি সোজা আসছিল। আমার কাছে মনে হয় যে আমি ও সাকিব অনেক ভালো খেলেছি। যদিও আমরা দুজনে অনেক বেশি রান করতে পারিনি, তারপরও আমরা উইকেট অনুযায়ীই ব্যাট করতে পেরেছি।’

তামিমের ৭৬ রানের ইনিংস

কিন্তু ক্রেমারের বলেই ওই সময় ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতে গেলেন কেন? সেই শটের পক্ষে তামিমের আত্মপক্ষ সমর্থন, ‘হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে চাচ্ছিলাম যে একটু আক্রমণাত্মক খেলি। তাছাড়া বোলার লেগস্পিনার, আমিও লেফটি। আমারই সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি অনেকক্ষণ থেকেই তাকে টার্গেট করছিলাম।’

কিন্তু পরিস্থিতি অনুযায়ী ওই শট খেলা উচিত হয়নি, স্বীকার করলেন তামিম, ‘আমি যে সময়ে মারতে গিয়ে আউট হলাম ওটা আসলে সঠিক সময় ছিল না বলে আমার মনে হয়। আরও পাঁচ-ছয়টা ওভার যদি আমি পার্টনারশিপ বিল্ড করে আক্রমণে গেলে ভালো কিছু হতে পারত। আমাদের রানও তখন হয়তো ২৩০-৩৫ হতো। তো যে শটটা খেলে আউট হয়েছি সেটাও ভুল ছিল, সময়টাও ঠিক ছিল না। এমনকি যখন মুশফিক থাকার সময়েও যদি আমি মারতে গিয়ে আউট হতাম তাহলেও সমস্যা হতো না। কারণ আমাদের তখনও ৫-৬ টা ব্যাটসম্যান বাইরে ছিল। কিন্তু যে সময় আমি আউট হয়েছি তখন যদি আমি আরও পাঁচটা ওভার পার্টনারশিপ বিল্ড করে যেতে পারতাম তাহলে বেটার হতো।’

কিন্তু বার বার এভাবে সেঞ্চুরির আশা জাগিয়েও ব্যর্থ হচ্ছেন, সেটা কি খানিকটা উদ্বেগের ব্যাপার? তামিমও স্বীকার করলেন, আজ আরও ছয়-সাত ওভার ব্যাট করলে নতুন বছরের প্রথম সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন।

‘হ্যাঁ, সেঞ্চুরি করতে পারলে তো অবশ্যই ভালো হতো। কারণ লাস্ট তিন ম্যাচে এতোদূর এসেও সেঞ্চুরি করতে না পারাটা সবসময়ই হতাশার। এটা আমার বলার দরকার নেই, আপনারাও বুঝতে পারছেন। আজ ভালো সুযোগ ছিলো। খুব বিশেষ কিছু না, আমি যদি আরও ৬-৭ ওভার ব্যাট করতে পারতাম তাহলে আমি সেঞ্চুরি করতে পারতাম।’

সারাবাংলা/এএম/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর