Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী জেমি ডে


২৯ মার্চ ২০১৯ ২৩:৪০

ঢাকাঃ বাংলাদেশ দলের সাথেই থাকতে চান জাতীয় দলের হেড কোচ জেমি ডে। কাতার ও বাহরাইনের পারফরমেন্সে খুশি বাফুফেও। চুক্তি নবায়ন হতে পারে আসছে মে মাসে। বিশ্বকাপ প্রাক বাছাইয়ে ভালো করার স্বপ্ন দেখছেন জেমি।

কাতারে দু’সপ্তাহের ক্যাম্প আর বাহরাইনে এএফসি অনূর্ধ্ব ২৩ বাছাই শেষ করে দেশে ফিরেই সংবাদ সম্মেলন বাফুফের।

কাতারে ২টি অনুশীলন ম্যাচ। একটি জয় একটি ড্র। তারপর বাহরাইন ও ফিলিস্তিনের কাছে দুর্দান্ত খেলেও অল্প ব্যবধানে পরাজয়। আর শ্রীলংকার বিপক্ষে ২-০ দুরন্ত জয়।

বিজ্ঞাপন

জেমি ডে বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘মে মাসে শেষ হবে বাফুফের সাথে কোচ জেমিডের ১বছরের চুক্তি। তবে জেমি ইচ্ছা প্রকাশ করেছেন লাল সবুজের সাথেই থাকার।’

লাল-সবুজদের এমন ইতিবাচক পরিবর্তনের সঙ্গে থাকতে পেরে খুশি কোচ জেমি ডে, ‘বাংলাদেশে আসার পর থেকেই আমার ভাল লেগেছে। ছেলেদের সাথে আমি মিশে গেছি। ওরাও ভাল করছে। আমিও বাফুফের কাছে থেকে যথেস্ট সহযোগিতা পেয়েছি। এখন তারা চাইলে আমি এ দলের সাথে আরো কাজ করতে চাই।’

জুনে বিশ্বকাপ প্রাক বাছাই এ অংশ নেয়ার কথা বাংলাদেশের, যেখানে প্রতিপক্ষ হতে পারে মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস বা কম্বোডিয়ার যে কোন দু’ দল। কেমন হবে হোম এ্যান্ড অ্যাওয়ের সে মিশন।

জেমি বলেন, ‘বিশ্বকাপের প্রাক বাছাই এর প্রস্তুতির জন্য ১০/১৫ দিনই যথেস্ট। যেহেতু লিগ চললে আর ছেলেরা খেলার মধ্যেই থাকবে। তাই আশা করি মিশনটা ভালই হবে। তবে দীর্ঘ মেয়াদি ক্যাম্প করতে পারলে আরো ভাল হতো।’

দু’ চার দিনের মধ্যে ২ সপ্তাহের ছুটিতে যাবেন কোচ জেমি ডে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর