Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলমটেই বিসিবি’র আস্থা


৩০ মার্চ ২০১৯ ১৬:১৫

আজ থেকে ৩ বছর আগে বাংলাদেশ ক্রিকেটের হাইপারফরম্যান্স (এইচপি) দলের হেড কোচের দায়িত্ব পেয়েছিলেন সাইমন হেলমট। ২০১৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এইচপি দলের দায়িত্ব এই অজি কোচের ওপর বর্তেছিল। এরপর থেকে বেশ নিষ্ঠার সঙ্গেই টাইগার হাইপারফরম্যান্স দলের দায়িত্ব পালন করে আসছেন। তার পুরষ্কার হিসেবেই হয়তো চলতি বছরেও লাল সবুজের হাইপারফরম্যান্স দলকে তার হাতেই তুলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞাপন

সবকিছু ঠিক থাকলে তার তত্বাবধানে চলতি বছরের ১৮ মে থেকে শুরু হবে হাইপারফরম্যান্স দলের ক্যাম্প। সম্ভাব্য ২৪-২৫ সদস্যের স্কোয়াডের এই ক্যাম্পে সকল ক্রিকেটারকেই হতে হবে ২৩ বছরের মধ্যে। যেহেতু ইমার্জিং এশিয়া কাপে এই বয়সটিকেই প্রাধান্য দেয়া হয়।

শনিবার (৩০ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে এইচপি দল নিয়ে সভাশেষে সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বিসিবির হাইপারফরম্যান্স দলের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

তিনি বলেন, ‘আমাদের যে এইচপির প্রোগ্রাম শুরু হচ্ছে, ওইটারই প্রাথমিক পরিকল্পনা হয়েছে। আমরা কিভাবে কি করব, টাইম ফ্রেম, ভেন্যু, কোথায় ক্যাম্প হবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। প্রিমিয়ার লিগের জন্য এখন ক্যাম্প করা সম্ভব না। প্রিমিয়ার লিগ শেষ হলে প্লেয়ারদেরকে একটা বিরতির পর আমরা মে’র ১৮ তারিখ থেকে শুরু করার পরিকল্পনা করছি। অবশ্যই সাইমন হেলমটই কোচ থাকছে। চুক্তি তো আছে এখন পর্যন্ত। সে যদি আমাদের এই প্রোগ্রামের সময়সীমার মধ্যে থাকে তাহলে আমরা তাকে দিয়েই ক্যাম্প চালিয়ে নিব।’

হাইপারফরম্যান্স ক্যাম্পে ক্রিকেটারদের সংখ্যার কথা উল্লেখ করে তিনি জানান, ‘সংখ্যাটা ২৪-২৫ এইরকম হবে। কারণ এইচপি’র ম্যাচ খেলার প্রয়োজন হয় প্লাস যেন দুইটা টিম বিভক্ত হয়ে প্র্যাকটিস করা যায়। বেশি অপশনের জন্য ২৪-২৫ জন রাখা হচ্ছে।’

এদিকে হেড কোচ সাইমন হেলমটের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে স্থানীয়দের কথাই জানালেন এই এইচপি চেয়ারম্যান, ‘সাপোর্ট স্টাফ তো আমাদের স্থানীয় যারা আছেন, তাদের মধ্যে অ্যাভেলেভেল যারা আছেন তারা থাকবেন। এবার আমরা বয়স নির্ধারণ করে এইচপিকে এইচপির মতো করে পরিচালনা করব। আমরা বয়সের কথা চিন্তা করেছি। ২৩ এ যেহেতু ইমারজিং কাপের মতো একটা টুর্নামেন্ট হয়, সেটাকে বিবেচনা করে অনূর্ধ্ব-২৩’র মতো করে আমরা সাজাচ্ছি।’

বিজ্ঞাপন

ক্রিকেটীয় দক্ষতা উন্নয়নে গেল বছর বিদেশের মাটিতে সিরিজ বঞ্চিত দলটির জন্য এ বছর শ্রীলঙ্কায় সফর নির্ধারিত করা হয়েছে বলেও জানান দুর্জয়। তিনি বলেন, ‘গতবার এইচপিকে কেউ ট্যুর দিচ্ছিল না, অথবা ‘এ’ টিমের সঙ্গে মিল ছিল না। এবার যেহেতু দুইটা জায়গাতেই আমাদের সমস্যা সমাধান হয়েছে। যেমন শ্রীলঙ্কা ট্যুর করতে রাজি হয়েছে। গতবার যেটা রাজি হচ্ছিল না বা ওদের অর্থনৈতিক কিছু সমস্যার কথা বলায় আমরা সেটা করতে পারিনি।’

সারাবাংলা/এমআরএফ/আইই

** হারের বৃত্ত ভেঙে অন্য এক অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর