ফাইনালে পারলেন না রোমান সানা
৩০ মার্চ ২০১৯ ১৯:১৯
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আর্চারি টুর্নামেন্টের স্টেজ-১ এর ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টুর্নামেন্টে স্বর্ণের লড়াইয়ে নেমেছিলেন তিনি। তবে, রিকার্ভ এককের ফাইনালে হেরেছেন কাজাখস্তানের আবদুলিন ইলফাতের কাছে।
ফাইনালের মঞ্চে ব্যাংককে প্রথম দুই সেট ২৯-২৭ ও ২৮-২৭ পয়েন্টে হেরেই ম্যাচ থেকে ছিটকে পড়েন রোমান। তৃতীয় সেট ২৯-২৮ পয়েন্টে জিতলেও শেষ সেট হেরে যান ২৯-২৪ পয়েন্টে। কোয়ালিফিকেশন রাউন্ডে সর্বোচ্চ ৬৮১ স্কোর করলেও রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে রোমানকে।
গত বৃহস্পতিবার সেমিফাইনালে রোমান স্বাগতিক আর্চার থামউং উইথ্যায়াকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণজয়ের মঞ্চে উঠেন।
রিকার্ভ পুরুষ এককে রোমান সেমিফাইনালে উঠেছিলেন রাশিয়ার সাইবেকদরজিয়েভ বেয়ারকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে। এর আগে রোমান মিয়ানমারের নে লিন ও কে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে।
শেষ ষোলোতে রোমান সানার প্রতিপক্ষ ছিলেন ভারতের সুত্রধর স্বকীর্তি। তাকে রোমান হারিয়েছিলেন ৬-০ সেট পয়েন্টে।
সারাবাংলা/এমআরপি