Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলহ্যামকে হারিয়ে শীর্ষে সিটি


৩০ মার্চ ২০১৯ ২১:৫৮

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার (৩০ মার্চ) ফুলহ্যামের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার ছাত্ররা।

ফুলহ্যামের মাঠে এই ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন সার্জিও আগুয়েরো আর বের্নার্দো সিলভা। এর আগে গত বছরের সেপ্টেম্বরে চলতি লিগের প্রথম পর্বে দু’দলের মুখোমুখিতে নিজেদের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছিল সিটিজেনরা।

শনিবার লিগের ফিরতি পর্বের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে সিটি। তাতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা।

প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান কেভিন ডি ব্রুইন। সেখান থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে আগুয়েরো পাস দেন বের্নার্দো সিলভাকে। আর সেখান থেকেই দলকে এগিয়ে নেন পর্তুগিজ এই মিডফিল্ডার।

এরপর ম্যাচের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো। এই গোলটিও আসে প্রতিপক্ষের ভুলের কারণে। ফুলহ্যাম ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা। তার কাছ থেকে বল পেয়ে দলকে আরো এগিয়ে দেন আগুয়েরো। চলতি আসরে এ নিয়ে ১৯টি গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন আর্জেন্টাইন এই তারকা।

তাতেই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি দু’দল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ছাত্ররা।

এ নিয়ে লিগের ৩১ ম্যাচে ২৫ জয় ও ২টি ড্রয়ে টেবিলের শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৭।

সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে লিভারপুল। আর তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১।

সারাবাংলা/এসএন

ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর