রোনালদো-দিবালাকে ছাড়াই জুভেন্টাসের জয়
৩১ মার্চ ২০১৯ ১১:৩০
সিরি আ’তে নিজেদের শেষ ম্যাচে ক্লাব জেনোয়ার বিপক্ষে ২-০ গোলে হেরেছিল জুভেন্টাস। যেটি ছিল চলতি লিগে তাদের প্রথম হার। তবে আবারো জয়ে ফিরেছে মাসিমিলিয়ানো আল্লেগ্রির দল। শনিবার (৩০ মার্চ) দলের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর পাওলো দিবালাকে ছাড়াই জয়ে ফিরেছে তারা।
অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে এম্পোলির বিপক্ষে মাঠে নেমে ইতালিয়ান তরুণ তারকা মইজে কিনের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভিরা।
রোনালদো-দিবালাকে ছাড়া এই ম্যাচের প্রথমার্ধে দুইবার সুযোগ পেয়েও কোনো গোল পায়নি জুভেন্টাস।
আরও পড়ুন: বার্সার জয়ে মেসির জোড়া গোল
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে ব্লেইস মাতুইদির বদলি কিনকে মাঠে নামান কোচ আল্লেগ্রি। তিন মিনিট পর সেই কিনই ম্যাচের চিত্র পাল্টে দেন। ৭২ মিনিটে মারিও মানজুকিচের হেডে বল পান কিন। সেখান থেকে বল পেয়ে দারুণ এক শটে স্বাগতিক গোলরক্ষকে পরাস্ত করেন ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় এই গোলেই ১-০ গোলের জয় তুলে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ে লিগ শিরোপা জয়ের দৌঁড়ে আরো এগিয়ে গেল আল্লগ্রির দল। এ নিয়ে ২৯ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। তাদের চেয়ে ১৮ পয়েন্ট (৬০) পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে আছে নাপোলি।
আর ২৫ পয়েন্ট নেওয়া এম্পোলির আর টেবিলের ১৭তম স্থানে।
সারাবাংলা/এসএন