Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন মোশাররফ রুবেল


৩১ মার্চ ২০১৯ ১৩:৩৪

দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল। ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ার পর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার শেষে সিঙ্গাপুর থেকে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় দেশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার।

জানা গেছে, ব্রেইন টিউমারে আক্রান্ত হলেও মস্তিষ্কে ক্যান্সারের জীবাণু নেই তার। তবে কেমো থেরাপি আর রেডিও থেরাপির জন্য এপ্রিলে আবারো সিঙ্গাপুরে যেতে হবে এই স্পিনারকে।

এর আগে গত ১০ মার্চ ব্রেইনে টিউমার ধরা পড়ার চার দিন পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন রুবেল। সেখানে গত ১৯ মার্চ তার অস্ত্রোপচার করা হয়। তবে সফল অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবে চলাফেরা করা গেলেও মাঠে ফিরতে পারবেন না বাঁহাতি এই স্পিনার।

সারাবাংলা/এসএন

মোশাররফ হোসেন রুবেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর