গাড়ি চাপা দিয়ে ঝামেলায় মাতাল করুনারত্নে
৩১ মার্চ ২০১৯ ১৫:১১
শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেকে আসন্ন বিশ্বকাপে নেতৃত্বের ভার দেওয়ার কথা ভাবা হচ্ছিল। তার নেতৃত্বে কিছুদিন আগে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড বিশ্বকাপে লঙ্কান দলের নেতৃত্বভার নেওয়ার আগে লঙ্কান পুলিশ তাকে আটক করেছে।
মাতাল হয়ে গাড়ি চালিয়ে চাপা দিয়েছেন এই থ্রি হুইলার চালককে। সঙ্গে সঙ্গেই সেই চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কলম্বোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। স্থানীয় পুলিশ করুনারত্নেকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয় লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যানকে।
শ্রীলঙ্কার বোরেল্লা অঞ্চলে ভোরবেলা নিজের রেঞ্জ রোভার নিয়ে বের হয়েছিলেন করুনারত্নে। এই দুর্ঘটনায় জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে, থ্রি হুইলার চালক আহত হওয়ায় জরিমানা গুণতে হবে করুনারন্তেকে। এমনকি এই সপ্তাহেই তাকে আদালতে হাজির হতে হবে সেই অপরাধের দায়ে।
এদিকে, জরিমানায় পার পেয়ে গেলেও বোর্ডের তরফ থেকে নিষেধাজ্ঞা জুটতে পারে। শ্রীলঙ্কা ক্রিকেট বিস্তারিত জানার অপেক্ষায়। আদালতের রায় আসার পর হয়তো নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সারাবাংলা/এমআরপি