Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে এক ইনিংসে দুই সেঞ্চুরি


৩১ মার্চ ২০১৯ ১৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র ১২০ বলের খেলা। সেখানে কী না সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন দুই দুইজন ব্যাটসম্যান! ঘটনাটি ঘটেছে রোববার (৩১ মার্চ) আইপিএলে সারাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে। হায়দ্রাবাদের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নার এই ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন বিরাট কোহলির দলের বিপক্ষে।

ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ৫৬ বলে খেলেছেন ১১৪ রানের ঝড়ো ইনিংস। ইনিংসটি সাজাতে চার মেরেছেন ১২টি ও ৬ হাঁকিয়েছেন ৭টি। স্ট্রাইক রেট ২০৩.৫৭।

অজি ওপেনার ওয়ার্নার ৫৫ খেলে সংগ্রহ করেছেন ১০০ রান। যেখানে চারের মার ছিল ৫টি, ছক্কাও ছিল সমান সংখ্যক। আর স্ট্রাইক রেট ১৮১.৮১।

বিজ্ঞাপন

তবে দুজনের এমন খুনে ব্যাটিংয়েও আহামরি সংগ্রহ পায়নি হায়দ্রাবাদ। ২ উইকেটের বিনিময়ে এসেছে ২৩১ রান। জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বেঙ্গালুরু।

বিপিএলের ম্যাচেও দেখা গিয়েছিল এক ইনিংসে দুই সেঞ্চুরি। করেছিলেন রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং রিলে রুশো।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর