Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৃতীয় ইউল্যাব, ফাইনালে স্ট্যামফোর্ড ও ইন্ডিপেন্ডেন্ট


৩১ মার্চ ২০১৯ ১৯:০০

১২তম ইউল্যাব ফেয়ার প্লে কাপে (ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে (রোববার, ৩১ মার্চ) জয় পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এদিকে, ফাইনালে উঠেছে স্ট্যামফোর্ড ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টসে জিতে প্রাইম ইউনিভার্সিটি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ইউল্যাবকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ইউল্যাব নির্ধারিত ওভারে সব ইউকেটে ১৩৬ রান তোলে। জবাবে প্রাইম ইউনিভার্সিটি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করে। ফলে ২৪ রানের জয় পায় ইউল্যাব। ইউল্যাবের মারাজ নিলয় ১৬ বলে ২৮ করে ও দুইটি ইউকেট নিয়ে ম্যাচ সেরা হন।

বিজ্ঞাপন

এদিকে প্রথম সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। আগামীকাল (১ এপ্রিল) মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ড ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

এ বছর প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে ১০টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বি ইউ বি টি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউ আই ইউ), প্রাইম ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং টুর্নামেন্টের আয়োজক স্বাগতিক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ টুর্নামেন্টে সব রকম কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

পুরো প্রতিযোগিতায় ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ২০ ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সেরা চারটি দল সেমিফাইনালে ওঠে।

গতবারের মতো এবারো টুর্নামেন্টের অনলাইন পার্টনার হিসেবে ছিল সারাবাংলা.নেট। অনলাইন আপডেট এবং লাইভ স্কোর জানতে ভিজিট করুন: http://cricket.ulab.edu.bd

সারাবাংলা/এমআরপি

ইউল্যাব

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর