ফরহাদ রেজার দ্রুততম ফিফটির রেকর্ড
১ এপ্রিল ২০১৯ ১৬:২০
ব্যাট হাতে তিনি উড়ন্ত ফর্মে আছেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্যাটিং যাদুতে সবাইকেই বুঁদ করে রেখেছিলেন। বুঝতে পারছেন নিশ্চয়ই ফরহাদ রেজার কথা বলছি। হ্যাঁ, সেই ফরহাদ রেজার ব্যাট থেকেই লিস্ট ‘এ’ ক্রিকেটে এলো দ্রুততম ফিফটির রেকর্ড।
দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করলেন প্রাইম দোলেশ্বরের এই অলরাউন্ডার। মাত্র ১৮ বলে করেছেন ফিফটি।
সোমবার (১ এপ্রিল) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অনন্য এই রেকর্ডটি করেছেন তিনি।
তার আগে বাংলাদেশের ব্যাটসম্যানরদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল নাজমুল হোসেন মিলনের। ২০০৭ সালে জাতীয় লিগের একদিনের ম্যাচে ঢাকা বিভাগের হয়ে মাত্র ১৯ বলে খুলনা বিভাগের বিপক্ষে ফিফটির দেখা পেয়েছিলেন।
ফরহাদ রেজার এই ঝড়ো ব্যাটে ভর করেই শের-ই-বাংলার ভেজা উইকেটে দুপুরে ১টায় শুরু হওয়া খেলায় ২৬ ওভারে ৬ উইকেটে ২৩৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে প্রাইম দোলেশ্বর।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি