কাজ শুরু করলেন আইসিসির নতুন সিইও মানু সোহনি
১ এপ্রিল ২০১৯ ১৭:২৬
গত জানুয়ারিতে নতুন সিইও পায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বর্তমান সিইও ডেভিড রিচার্ডসনের স্থলাভিষিক্ত হন ভারতীয় বংশোদ্ভুত মানু সোহনি। গত ১৫ জানুয়ারি এক মেইল বার্তায় সোহনির নিয়োগের বিষয়টি নিশ্চিত করে আইসিসি। তবে নিয়োগ চূড়ান্ত হলেও তখন সোহনিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়নি।
জুলাইয়ে রিচার্ডসনের মেয়াদ শেষ হলে পুরোপুরি দায়িত্ব পাবেন সোহনি। অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ শেষে। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন সোহনি। তবে, আজ থেকে (১ এপ্রিল) অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছেন সোহনি। বর্তমান সিইও রিচার্ডসনের সঙ্গে বিশ্বকাপের বড় দায়িত্ব পালন করবেন সোহনি।
মনোনয়ন কমিটির সর্বসম্মতিক্রমে নতুন প্রধান নির্বাহী হিসেবে বাছাই করা হয়েছে সোহনিকে। লন্ডনে এক সভায় পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে তাকে বেছে নেয়ার পক্ষে ভোট দেন সবাই।
আইসিসির সিইওর দায়িত্ব পাওয়ার আগে সিঙ্গাপুর স্পোর্টস হাব’র সিইও এবং ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ম্যানেজিং ডিরেক্টরের (এমডি) পদে ছিলেন সোহনি।
সারাবাংলা/এমআরপি