আগের স্বভাব আর ছাড়তে পারলেন কই!
২ এপ্রিল ২০১৯ ১৪:১৬
১০ বছরের ক্যারিয়ারে নানা বিতর্ক সঙ্গী উমর আকমলের। বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা পাকিস্তানের নিয়মিত একাদশের ছয়জন খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় সুযোগ মেলে উমর আকমলের। শৃঙ্খলা ভঙ্গের দায়ে লম্বা সময় দলের বাইরে থেকে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পান তিনি। মাঠের পারফর্ম নিয়ে আলোচনা করার আগে আকমলের মাঠের বাইরের কাণ্ড নিয়ে সমালোচনা আবারো শুরু হয়ে গেছে।
জাতীয় দলে জায়গা পাওয়ার এক সপ্তাহও হয়নি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। দলে ঢুকেই নিয়ম ভাঙার কারণে শাস্তি পেতে হচ্ছে তাকে। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের পর দলের নিয়ম ভেঙে রাতে হোটেলের বাইরে চলে গিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এজন্য জরিমানা গুণতে হচ্ছে তাকে। দলীয় শৃঙ্খলা ভাঙায় তার ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিতর্ক ছড়িয়ে দুই বছর আগে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আকমল। প্রথম ফিটনেস টেস্ট উতরাতে পারেননি। এরপর কোচ মিকি আর্থারের তুমুল সমালোচনা করে স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন। নির্বাচক ইনজামাম উল হক আর ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের বিরুদ্ধেও তার বিস্তর অভিযোগ ছিল। চার বছর আগে কায়েদে আজম ট্রফি চলাকালীন অনুমতি ছাড়াই এক পার্টিতে যোগ দিয়েছিলেন আকমল। এতে তাকে বাদ পড়তে হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে। ২০১৬ সালে ফয়সালাবাদে এক থিয়েটারে হাতাহাতিতেও জড়িয়ে পড়েছিলেন আকমল। দুই বছর দলের বাইরে থাকার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে পাকিস্তান দলে ফিরেও বিতর্ক থেকে বেরুতো পারলেন কই!
ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এবার সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে। আসন্ন বিশ্বকাপে আকমলের উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। দলের এমন অবস্থান পরও আকমলের মনে কোনো অনুশোচনা ছিল না। গভীর রাতে টিম হোটেল থেকে বেরিয়ে পড়েন কাউকে না জানিয়ে। জানা যায়, দুবাইয়ে আমেরিকান গায়ক একনের কনসার্ট ছিল। আকমল সেটা দেখতেই সতীর্থদের রেখে হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন। এ জন্য টিম ম্যানেজমেন্টের অনুমতি নেওয়ার ধার ধারেননি তিনি।
এমন কাণ্ডের পর অবশ্য ক্ষমা চেয়েছেন আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড সেটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছে। আপাতত ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা দিয়েই পার পাচ্ছেন উমর আকমল। কিন্তু বিশ্বকাপের আগে তার এমন আচরণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে পাকিস্তান দলের নির্বাচকরা। বিশ্বকাপের জন্য আগামী ১৪ এপ্রিল খেলোয়াড়দের সক্ষমতা, আচরণ ও ফিটনেস পরীক্ষা নেবে পিসিবি।
সারাবাংলা/এমআরপি