ঢাকা: ২৯ মার্চ থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয়ে স্পোর্টস চ্যাম্পের পঞ্চম দিনের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো সারাদেশের ৬৫ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রীড়াবিদদের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছে।
প্রায় তিন হাজার ক্রীড়াবিদের অংশগ্রহণে এই জায়ান্ট খেলাযজ্ঞ চলবে চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত। ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং ও ব্যাডমিন্টনসহ ১০টি ইভেন্টে লড়বে ক্রীড়াবিদরা।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) ফুটবল প্রতিযোগতিায় পুরুষ বিভাগের ১ম পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাঠে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ৫-০ গোলের ব্যবধানে এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটিকে এবং গণ বিশ্ববিদ্যালয় মাঠে স্টামফোর্ড ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যকার দিনের অপর খেলাটি গোলশুন্য ড্র হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ (একক) বিভাগের ১ম পর্বের খেলা আজকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-০ সেটে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২-০ সেটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২-০ সেটে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। এছাড়া দিনের অপর খেলাসমূহে প্রতিপক্ষ দল অনুপস্থিত থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ইসলামিক বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, নারী (একক) বিভাগের ১ম পর্বের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রতিপক্ষ দলসমূহ অনুপস্থিত থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে বিজয়ী ঘোষণা করা হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, মিশ্র (দ্বৈত) বিভাগের ১ম পর্বের খেলাও আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২-০ সেটে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে পরাজিত করে। দিনের অপর খেলায় দলসমূহ অনুপস্থিত থাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইসলামিক বিশ্ববিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়।
ক্রিকেট প্রতিযোগিতায়, পুরুষ বিভাগের ১ম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় ৬ উইকেটের ব্যবধানে সাউথইস্ট ইউনিভার্সিটিকে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪৬ রানের ব্যবধানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে।
দিনের অপর ২টি খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাস্কেটবল প্রতিযোগিতায়, পুরুষ বিভাগের ১ম পর্বের ২টি খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০৯-২৪ সেটে গণ বিশ্ববিদ্যলয়কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৩০-২৫ সেটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় ৪৯-২৮ সেটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে।
হ্যান্ডবল প্রতিযোগিতায়, পুরুষ বিভাগের ১ম পর্বের একমাত্র খেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পিপলস ইউনিভার্সিটি ৬-২ সেটে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে প্রথমবারের মত এ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। পৃষ্ঠপোষক হিসেবে সাথে আছে পোলার। এছাড়াও গোল্ড স্পনসর হিসেবে মধুমতি ব্যাংক ও পাওয়ার্ড বাই স্পনসর হিসেবে সাথে আছে ইউনাইটেড গ্রুপ।
সারাবাংলা/জেএইচ