নয় গোলের উৎসবে বায়ার্ন সেমিফাইনালে
৪ এপ্রিল ২০১৯ ১১:০৪
গোল উৎসবের ম্য়াচে বায়ার্ন মিউনিখ ৫-৪ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল হেইডেনহেইমকে। লাল কার্ড ,পেনাল্টি, রোমাঞ্চ দিয়ে ভরপুর ছিল জার্মান লিগ কাপের ম্যাচটি। রোমাঞ্চকর এই ম্যাচে লেভানোডফস্কির গোলে জিতে সেমিফাইনালে পৌঁছেছে জার্মান চ্যাম্পিয়নরা।
বুধবার জার্মান লিগ কাপ ডিএফবি পোকালের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বিভাগের দল হেইডেনহেইমের বিপক্ষে খেলতে নামে বায়ার্ন মিউনিখ। খাতা কলমে বায়ার্নের থেকে যোজন যোজন পিছিয়ে হেইডেনহেইম। তবে মাঠের খেলায় এক চুলও ছাড় দেয়নি তারা। জার্মান চ্যাম্পিয়নদের নিজেদের মাঠেই নাস্তানাবুদ করে ছেড়েছে তারা। তারকা তকমা ছাড়া ফুটবলাররা ঘাম ছুটিয়ে দিয়েছিল বাভারিয়ানদের।
ফুটবল ভক্তদের কাছে স্বর্গীয় এক ম্যাচ হয়ে থাকবে এই ম্যাচটি। যেখানে এক গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় কখনো কখনো ৯০ মিনিট। সেখানে কিনা ৯০ মিনিটেই দেখা গেল ৯ গোল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ১২ মিনিটেই লিওন গোরেতজেকার গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। তবে সে আনন্দ এলিয়েঞ্জ আ্যরেণায় স্থায়ী হয়নি বেশিক্ষণ। ১৫ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাভারিয়ান ডিফেন্ডার নিকলাস সুলে। রবার্তো গ্ল্যাতজেলের গোলে ২৬ মিনিটে সমতায় ফেরে হেইডেনহেইম। আর ৩৯ মিনিটে মার্ক স্ন্যাট্টেরের গোলে লিড নেয় হেইডেনহেইম। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতি থেকে ফিরে চিরচেনা বায়ার্ন। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। গোল পেতেও তাই দেরি হয়নি। ৫৩ মিনিটে দলকে সমতায় ফেরান থমাস মুলার। এরপর ৫৬ মিনিটে রবার্ট লেভানোডফস্কি আর ৬৫ মিনিটে সার্জে গ্ন্যাব্রি গোল করেন।বাভারিয়ানরা লিড নেয় ৪-২ গোলে।
তবে ম্যাচের নাটকের বাকি আরও অনেক। হেইডেইনহেইমের হয়ে গ্ল্যাতজেলের হ্যাটট্রিক তখনো বাকি। ৭৪ আর ৭৭ মিনিটে পরপর দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে গ্ল্যাতজেল। আর দলকে ফেরান সমতায়।
ম্যাচের ৮০ মিনিট শেষ, তখনো স্কোরবোর্ডে ৪-৪ গোলের সমতা। এক সময় যখন সবাই ভাবতে শুরু করলো ম্যাচটি হয়তো অতিরিক্ত সময়ে গড়াবে। তবে বদলি হিসেবে নামা লেভানোডফস্কির ভেলকি তখনো বাকি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাভারিয়ানদের জয় নিশ্চিত করেন পোলিশ এই তারকা।
সারাবাংলা/এসএস
** ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি