দুই দেশে ১০ উইকেট, ব্যবধান ১০ ঘণ্টা
৪ এপ্রিল ২০১৯ ১৮:৩৯
গত চব্বিশ ঘণ্টায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ক্রীড়াবিদের তালিকা করলে নিঃসন্দেহে সবার ওপরে থাকবেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের তারকা পেসার লাসিথ মালিঙ্গা। ১০ ঘণ্টার ব্যবধানে তাকে খেলতে হয়েছে ভিন্ন দুটি দেশে, ভিন্ন দুটি ম্যাচে, ভিন্ন দুটি ফরম্যাটে। তাতে সফল মালিঙ্গা। দুই দেশের দুই ফরম্যাটের দুই ম্যাচে তুলে নিয়েছেন ১০ উইকেট।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের শর্ত অনুযায়ী সুপার প্রভিশনাল ওয়ানডে কাপ টুর্নামেন্ট খেলে নিজেকে প্রমাণ করেই বিশ্বকাপের দলে জায়গা করে নিতে হবে ক্রিকেটারদের। সেই শর্ত মেনে নিয়েছিলেন মালিঙ্গা। আইপিএল থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নেন। পরে বোর্ড নমনীয় হলে খেলতে উড়াল দেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে। চেন্নাইয়ের বিপক্ষে জয় পাওয়ার পর পরই নিজের ব্যাগ গুছিয়ে আবারো উড়াল দেন নিজ দেশ শ্রীলঙ্কায়।
চেন্নাইয়ের বিপক্ষে গত রাতে জয় পাওয়া ম্যাচে মুম্বাইয়ের পেসার মালিঙ্গা ৪ ওভারে ৩৪ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। মুম্বাই ম্যাচটি জেতে ৩৭ রানে। এরপর দিমুথ করুনারত্নের ক্যান্ডির বিপক্ষে শ্রীলঙ্কায় সুপার প্রভিশনাল ওয়ানডে কাপ টুর্নামেন্ট গলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন মালিঙ্গা। ৯.৫ ওভার বল করে ৪৯ রান খরচায় তুলে নেন ৭টি উইকেট। সেই ম্যাচে মালিঙ্গার দল জেতে ১৫৬ রানের বিশাল ব্যবধানে।
ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে টসে হেরে ব্যাট করে মালিঙ্গার গল নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৫৫ রান। জবাবে, ক্যান্ডি ১৮.৫ ওভারে মালিঙ্গার পেসে গুটিয়ে যায় মাত্র ৯৯ রানের মাথায়।
সারাবাংলা/এমআরপি
** আইপিএলে চেন্নাইয়ের প্রথম হার