ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে
৫ এপ্রিল ২০১৯ ১১:৫২
শ্রীলঙ্কান ক্রিকেটার দিলহারা লকুহেট্টিগের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতে টি-১০ ক্রিকেট লিগের ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তার বিরুদ্ধে।
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় টি-১০ ক্রিকেট লিগ। এই লিগেই ম্যাচ ফিংক্সিং অথবা এ ধরণের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। অভিযোগ এনে আমিরাত ক্রিকেট বোর্ড লকুহেট্টিগকে ক্রিকেট থেকে সাময়িক বহিষ্কার করেন।
শ্রীলঙ্কান এই অলরাউন্ডার ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৯টি একদিনের ক্রিকেট এবং দু’টি টি-২০ ম্যাচ খেলেছেন। এছাড়াও, শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর ক্রিকেটে লকুহেট্টিগ খেলেছেন ১৪৬টি ম্যাচ।
আইসিসির পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং ক্রিকেটের সাথে সম্পৃক্ত সকল কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসিবি এবং আইসিসি।
সারাবাংলা/এসএস