Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্র ম্যাচে জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল জুনাইদ


২৪ জানুয়ারি ২০১৮ ১৮:০৫

স্টাফ করেসপন্ডেন্ট

ড্র ছাড়া বিসিএলের দুই ম্যাচের অন্য কোনো পরিণতিই হতো অলৌকিক কিছু। ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিন যা কিছু আলো কেড়ে নিয়েছেন জুনায়েদ সিদ্দিকী। বিসিবি নর্থ জোনের হয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন সেঞ্চুরি। নিষ্প্রাণ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন দুই ওপেনার মেহেদী মারুফ ও তাসামুল হক।

তৃতীয় দিন শেষে দুই ম্যাচে কোনো দল প্রথম ইনিংসই শেষ করতে পারেনি। শেষ দিনটা সবাই বেছে নিয়েছে ব্যাটিং অনুশীলনের জন্যই। নর্থ জোনের সঙ্গে ম্যাচে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোন আজ অলআউট হয়ে যায় ৪৩৩ রানে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খানিকটা বিপদে পড়ে যায় নর্থ জোন, ৪৯ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে নাঈম ইসলামকে নিয়ে ১০৮ রান যোগ করেছেন জুনাইদ সিদ্দিকী।

নাঈম আউট হয়ে যাওয়ার পর আরিফুল হককে নিয়ে জুটি বাঁধেন জুনাইদ। এর মধ্যেই পেয়ে গেছেন সেঞ্চুরি, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ছুঁলেন তিন অঙ্ক। প্রায় ওয়ানডের মতো খেলে জুনাইদ শেষ পর্যন্ত ১৭০ বলে আউট হয়েছেন ১৫১ রান করে। তবে আরিফুল হক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১০৫ রানে। ৫ উইকেটে ৩৫৬ রান নিয়ে দিন শেষ করেছে নর্থ জোন।

অন্য ম্যাচেও ওয়ালটন সেন্ট্রাল জোন কাল ৭ উইকেটে ৩৫২ রান নিয়ে দিন শেষ করেছিল। আজ শেষ ৩ উইকেট হারিয়ে যোগ করেছে আরও ৭৬ রান, অলআউট হয়েছে ৪২৮ রানে। সোহাগ গাজী পেয়েছেন ৭ উইকেট।

তবে ম্যাচের ভাগ্য ততক্ষনে নিশ্চিত হয়ে গেছে অনেকটাই। ইসলামি ব্যাঙ্ক ইস্ট জোনের দুই ওপেনার মেহেদী মারুফ ও তাসামুল হক বাকি সময়টা করেছেন ব্যাটিং অনুশীলন করেই। সেন্ট্রাল জোনের ১১ জনই বল করেছেন, এমনকি উইকেটরক্ষক ইরফান শুক্কুর ও গ্লাভস ছেড়ে হাতে নিয়েছেন বল। মেহেদী ১৫৩ বলে ১১২ রান করে, তাসামুল করেছেন ১৬০ বলে ১০৮ রান।

সারাবাংলা/এএম/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর