Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির ব্যাট হাসলেও হাসলো না বেঙ্গালুরু


৬ এপ্রিল ২০১৯ ০৬:৫৯

আইপিলের দ্বাদশ আসরে এই প্রথম বিরাট কোহলির ব্যাট হাসলো। ৪৯ বলে বেঙ্গালুরু অধিনায়ক খেললেন ৮৪ রানের বিস্ফোরক ইনিংস। তবুও দলটির জয়ের হাসি হেসে মাঠ ছাড়া হলো না। আন্দ্রে রাসেলের ১৩ বলে অপরাজিত ৪৮ রানের দানবীয় ইনিংসে নেমে এল পোড়োবাড়ির নিস্তব্ধতা। একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ধ্বংস বাঁশির কর্কশ সুর বাজালেন এই ক্যারিবীয় হার্ড হিটার। তাতে ২০৬ রানের লক্ষ্যও মাত্র ৫ উইকেটের খরচায় ৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

বিজ্ঞাপন

আইপিএলের দ্বাদশ আসরে এটি বেঙ্গালুরুর টানা পঞ্চম হার। আর এই হারে ৫ ম্যাচ শেষে পয়েন্ট শূন্য থেকে টেবিলের তলানিতে কোহলিরা।

শুক্রবার (৫ এপ্রিল) ঘরের মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির ৪৯ বলে ৮৪ ও এবি ডি ভিলিয়ার্সের ৩২ বলে ৬৩ রানের টর্নেডো ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতার হয়ে বল হাতে নিতিস রানা, কুলদ্বীপ যাদব ও সুনিল নারাইন ১ টি করে উইকেট নিয়েছেন।

২০৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভাল করতে পারেনি কলকাতা। দলীয় ২৮ রানে নাভদীপ সাইনির বলে পবন নেগির ক্যাচ বনে ফিরে গেছেন ব্যক্তিগত ১০ রানে।

দ্বিতীয় উইকেটে রবিন উথাপ্পাকে সঙ্গে নিয়ে বেশ দৃঢ় ব্যাটেই এগুচ্ছিলেন ক্রিস লিন। কিন্তু হঠাৎই পা হড়কালেন রবিন। এবারের শিকারি অবশ্য নেগি। তার অফস্ট্যাম্পের বাইরের বলটি লং অফে উঠিয়ে দিলে তালুবন্দি করেন টিম সাউথি। এই জুটি থেকে এল ৬৫ রান। আর রবিন নিজে খেলেছেন ২৫ বলে ৩৩ রানের দমকা হাওয়ার মতো ইনিংস।

তৃতীয় উইকেটে নিতিশ রানাকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করে আবার গর্জে উঠতে চেয়েছিলেন ওপেনার ক্রিস লিন। কিন্তু না, হলো না। নেগির হানা দ্বিতীয় আঘাতে তার ব্যাট স্তব্ধ হয়ে গেল। ক্রিজ ছাড়া হলেন ক্রিস। তার আগে ৩১ বল থেকে করলেন ৪৩ রান।

চতুর্থ উইকেটে দিনেশ কার্তিক ও নিতিশ রানা জুটি আহামরি তেমন কিছুই করে দেখাতে পারেনি। ৩৩ রানে সেট ব্যাটসম্যান রানা চাহাল ঘূর্ণিতে পরাস্ত হলে চাপে পড়ে কলকাতা। দলের রান তখন ১৩৯।

পঞ্চম উইকেটে কলকাতার ত্রাতার ভুমিকায় অবতীর্ণ হন আন্দ্রে রাসেল। দুধর্ষ ব্যাটে চাপ সরিয়ে ১৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে ১৯.১ ওভারেই দরকে এনে দেন ২০৬ রানের সংগ্রহ। তার এই দানবীয় ব্যাটিংয়ের মধ্যে ঝুঁকি না নিলেও পারতেন অধিনায়ক দিনেশ কার্তিক। ক্রিজের অপর প্রান্ত আগলে দলকে আরো বড় জয় উপহার দিতে পারতেন।

বিজ্ঞাপন

না, তিনি সে পথ মাড়ালেন না। এলোপাথারি ব্যাট চালাতে গিয়ে সাইনির বলে ব্যক্তিগত ১৯ রানে নিজের ইনিংসের এপিটাফ লিখে ফেললেন। বাকি পথটুকু সুবম্যান জিলকে নিয়ে পাড়ি দিয়েছেন রাসেল। জিল অপরাজিত ছিলেন ৩ রানে।

সারাবাংলা/এমআরএফ

আইপিএল ২০১৯ বিরাট কোহলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর