বঙ্গবন্ধু ওপেনে ১২তম সিদ্দিকুর, দশম জামাল
৬ এপ্রিল ২০১৯ ১৭:৫১
তৃতীয় রাউন্ড শেষে বেশ ভালো অবস্থানে ছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু, শেষ রাউন্ডে গিয়ে ছন্দ হারিয়ে চতুর্থ থেকে চলে গেলেন আরও পেছনে। চার বা চূড়ান্ত রাউন্ড শেষে পারের চেয়ে আট শট কম খেলে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনে যৌথভাবে দ্বাদশ হয়েছেন তিনি। এদিকে, সিদ্দিকুরকে টপকে দশম হয়েছেন বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেন।
আগের তিন রাউন্ডে সিদ্দিকুর মাত্র একটি বোগি করেছিলেন। কুর্মিটোলা গলফ কোর্সে শনিবার (৬ এপ্রিল) শেষ রাউন্ডে বোগি করেন পাঁচটি। তাতেই পিছিয়ে যান তিনি। তবে, শেষ রাউন্ডে সিদ্দিকুর দুটি বার্ডি পেয়েছেন।
সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১৯ শট কম খেলে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের গলফার সাদোম কায়েওকানজানার। পারের চেয়ে ১৮ শট কম নিয়ে ভারতের অজিতেশ দ্বিতীয় ও ১৭ শট কম নিয়ে রশিদ খান তৃতীয় হয়েছেন।
এদিকে, যৌথভাবে ২৪তম স্থানে থেকে চতুর্থ রাউন্ড শুরু করেছিলেন জামাল হোসেন। শেষ রাউন্ডে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। দেশি গলফারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল জামাল শেষ রাউন্ডে ছয়টি বার্ডি করেন। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে দশম হয়েছেন।
এছাড়া, আকবর হোসেন সব মিলিয়ে পারের চেয়ে ৭ শট কম নিয়ে যৌথভাবে ১৫তম হয়েছেন। পারের চেয়ে ৭ শট কম খেলেছেন দেশি আরেক গলফার সজীব। ৫ শট কম খেলে মোহাম্মদ নাজিম যৌথভাবে ২৫তম, ৪ শট কম খেলে বাদল হোসেন যৌথভাবে ৩১তম, ২ শট কম খেলে মুহাম্মদ মুয়াজ যৌথভাবে ৩৫তম হয়েছেন। দ্বিতীয় রাউন্ড শেষে দেশি গলফারদের মধ্যে সেরা চারে ছিলেন মুয়াজ। কিন্তু, পরের দুই রাউন্ডে ভালো করতে পারেননি।
এবারের আসরে ২২ দেশের ১৪৬ গলফার অংশ নেন। স্বাগতিক বাংলাদেশের ৪১ পেশাদার গলফারের সঙ্গে ছয় শৌখিন গলফারও অংশগ্রহণ করেছিলেন। বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচ আসরের সবকটিতেই বিদেশিরা সেরা হয়েছেন। সিদ্দিকুর ২০১৭ সালে রানার্সআপ হয়েছিলেন।
সারাবাংলা/এমআরপি